×

সারাদেশ

তিন শিশুকে মারধরের ঘটনায় মাদ্রাসা সুপার আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ০৩:২৬ পিএম

তিন শিশুকে মারধরের ঘটনায় মাদ্রাসা সুপার আটক

সুনামগঞ্জের হাজী ইউসুফ আলী মাদ্রাসার সুপার মো. আব্দুল মুকিতকে আটক করেছে পুলিশ। ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের ছাতকে তিন শিশুকে বেধরক মারধরের ঘটনায় হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার সুপার মো. আব্দুল মুকিতকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাকে আটক করে পুলিশ। তার বাড়ি ছাতক উপজেলার ইসলামপুর গ্রামে।

এর আগে গত বছরের ডিসেম্বরে হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল মুকিত তিন শিশু  আবু তাহের (৯), রবিউল (১০) ও সুফিউর রহমানকে (১১) স্টিলের স্কেল দিয়ে বেধরক মারধর করেন। এসময় আঘাত সহ্য করতে না পেরে শিশুরা পায়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করার পরও তিনি রেহাই দেননি। ওই মাদ্রাসার অপর এক শিক্ষক এই মর্মান্তিক নির্যাতনের ঘটনা ভিডিও করে রাখেন।

গত ৫ নভেম্বর এই ভিডিওটি আনোয়ার নামের একজনের ফেসবুক থেকে প্রথমে ভাইরাল হয়। ৬ নভেম্বর মাদ্রাসা কর্তৃপক্ষ আব্দুল মুকিতকে অব্যাহতি দেন।

ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থেকে মাওলানা আব্দুল মুকিতকে আটক করা হয়েছে। থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App