×

আন্তর্জাতিক

চার্লসের বদলে সিংহাসনে বসবেন প্রিন্স উইলিয়াম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১১:১৭ পিএম

চার্লসের বদলে সিংহাসনে বসবেন প্রিন্স উইলিয়াম

যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ। ছবি : সংগৃহীত

সাত দশকের কিছু বেশি সময় ধরে সিংহাসন পাওয়ার স্বপ্নে বুক বেঁধে আছেন চার্লস। কিন্তু শেষ মুহূর্তে তিনি জানিয়েছেন, দায়িত্ব নিতে প্রস্তুত নন তিনি। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের ছেলে প্রিন্স উইলিয়ামকে উত্তরাধিকার মনোনীতের পরামর্শ দিয়েছেন তিনি।

রাজপরিবার সূত্রে জানা গেছে, গত অক্টোবরে রানী দ্বিতীয় এলিজাবেথ হাসপাতাল থেকে ফিরে এলে ৭৩ বছর বয়সী চার্লস এ শঙ্কা প্রকাশ করেন। সে সময় এলিজাবেথের ছেলে প্রিন্স উইলিয়ামকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণার পরামর্শ দেন। খবর রয়টার্সের।

চার্লস বলেন, সাধারণ মানুষের কাছে ক্যামিলার চেয়ে উইলিয়াম কেট ব্যাপক জনপ্রিয়। যুক্তরাজ্যের পরবর্তী রানী হওয়ার যোগ্যতা তারই আছে।

জানা গেছে, গত বছর করোনায় আক্রান্তের পর থেকে শারীরিকভাবে দুর্বল প্রিন্স চার্লস। তবে রানীর উত্তরসূরী হিসেবে নিজেকে নিয়ে ভীতি প্রকাশ এবারই প্রথম নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App