×

জাতীয়

সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির মানববন্ধন ২০ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০১:২৫ পিএম

সীমান্তে ‘প্রতিনিয়ত’ বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে আগামী শনিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, বাংলাদেশি সীমান্তে হত্যা বন্ধ করবে বলে প্রতিবেশী দেশ ভারত বার বার প্রতিশ্রুতি দিয়েছে, পতাকা বৈঠক হচ্ছে। কিন্তু সীমান্তে নিষ্ঠুর হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। তাই সীমান্তে হত্যার প্রতিবাদে আগামী শনিবার সকাল ১১টায় বিএনপির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ কতৃক মানুষ হত্যা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। ২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার মধ্য দিয়ে বিষয়টি সামনে আসে। সে সময় থেকে এ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App