×

জাতীয়

সংসদে ডেপুটি স্পিকার চায় জাপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:৩৬ পিএম

সংসদে ডেপুটি স্পিকার চায় জাপা

প্রতীকি ছবি

সংসদে ডেপুটি স্পিকার পদ ছাড়াও বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপের পারিতোষিক ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, উপনেতার পারিতোষিক ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে একটি বিলের ওপর আলোচনাকালে দলটিন এমপিরা এ দাবি জানান।

জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম বলেন, আমাদেরকে ‘অকার্যকর বিরোধী দল’ বলা হয়, কিছুটা সে রকমও বটে, নামে বিরোধী দল। সে কারণে বিরোধী দলের মর্যাদা বাড়ানো দরকার। ভারতের রাজ্যসভায় বিরোধী দলের ডেপুটি স্পিকার আছে। আমাদের দেশে আমরা সেটা প্রচলন করতে পারি। তাছাড়া বিভিন্ন কসিটির সভাপতির পদও বিরোধী দল থেকে করা হলে বিরোধী দল কিছুটা কার্যকর হয়ে উটবে। এছাড়া বিরোধী দলের নেতা উপনেতা ও চিফ হুইপের পারিতোষিক ও সুযোগ সুবিধা বাড়ানো দরকার। সদস্যদের মর্যাদা বাড়ানো ও তাদের বক্তব্য গুরুত্ব দেবার আহ্বান জানান তিনি। একই দাবি জানান জাপার অন্য সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App