×

জাতীয়

ডিসেম্বরে চালু হচ্ছে রাশিয়ার ফ্লাইট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০৯:২১ পিএম

ডিসেম্বরে চালু হচ্ছে রাশিয়ার ফ্লাইট

দেশটির জরুরি সাড়াদান কেন্দ্রের সভার এ সিদ্ধান্ত হয়

করোনার মধ্যে ২০ মাস বন্ধ থাকার পর বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে রাশিয়া। মঙ্গলবার (১৬ নভেম্বর) দেশটির জরুরি সাড়াদান কেন্দ্র ১ ডিসেম্বর থেকে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিন বাংলাদেশের পাশাপাশি ফ্লাইট নিষেধাজ্ঞা উঠেছে ব্রাজিল, মঙ্গোলিয়া, আর্জেন্টিনা, কোস্টা রিকাসহ বেশ কয়েকটি দেশের।

সাড়াদান কেন্দ্রের সভার সিদ্ধান্তের কথা জানিয়ে রাশিয়া সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারী পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্লাইট পুনরায় চালুর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ ডিসেম্বর থেকে এসব দেশে চলাচল করবে নিয়মিত ফ্লাইট।

ঢাকা ও মস্কোর মধ্যে প্রতি সপ্তাহে দুটি করে ফ্লাইট চলবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এরআগে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এক নির্বাহী আদেশে ২০২০ সালের ১৮ মার্চ থেকে সব দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। এরপর উড়োজাহাজ চলাচলও বন্ধ হয়ে যায়।

বিভিন্ন দেশে ভাইরাসের সংক্রমণ কমায় এবং ক্ষতির মুখে থাকা বিমান সংস্থাগুলোর দাবির প্রেক্ষাপটে ক্রমান্বয়ে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করতে যাচ্ছে রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App