×

জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিয়ে যাচ্ছে ইইউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০৩:৫৬ পিএম

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিয়ে যাচ্ছে ইইউ

'ডিক্যাব টক' অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ছবি: সংগৃহীত

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়ে মিয়ানমারকে ইউরোপীয় ইউনিয়ন চাপ সৃষ্টি করে যাচ্ছে। তারা নিরাপদে ও স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাবে- এটাই আশা করে ইউ।

সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 'ডিক্যাব টক' অনুষ্ঠানে এসব কথা বলেন চার্লস হোয়াইটলি। এ সময় তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে ইইউ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে।

চার্লস হোয়াইটলি আরও বলেন, মিয়ানমার নিষেধাজ্ঞা দিলেও সেখানে মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে ইইউ। মিয়ানমারে আমরা যদি কাজ না করি তবে অন্য কেউ এসে সে জায়গা দখল করবে।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, সরকারের সঙ্গে এনিয়ে ইইউ খোলামেলা কথা বলে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট পান্থ রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক একে মঈনুদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App