×

জাতীয়

বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুতে বর্ধিত টোল রাত ১২টা থেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০৯:০৩ পিএম

সোমবার রাত ১২টার পর থেকেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু সেতু এবং মুক্তারপুর সেতুর বর্ধিত টোল আদায়। যদিও গত সপ্তাহে ধর্মঘটে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের অন্যতম দাবি ছিল এই দুই সেতুর বর্ধিত টোল প্রত্যাহার।

এরআগে গত ২ নভেম্বর এ দুই সেতুর টোল গড়ে ১৭ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারের সেতু বিভাগ। সেতু কর্তৃপক্ষ ১৭ শতাংশ টোল বাড়ানোর কথা বললেও বিশ্নেষণ করে দেখা গেছে, বড় পণ্যবাহী যানবাহনে ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে।

এরমধ্যে সোমবার পৃথক প্রজ্ঞাপনে বর্ধিত টোল কার্যকরের কথা জানানো হয়। সেতু বিভাগের সচিব আবু সিদ্দিক বলেছেন, ১৬ নভেম্বর প্রথম প্রহর অর্থাৎ সোমবার রাত ১২টা পাঁচ মিনিট থেকে বর্ধিত টোল কার্যকর হবে।

ডিজেলের দাম বৃদ্ধির পর বাসের পাশাপাশি পণ্য পরিবহনেও ধর্মঘট শুরু হয়। এরপর গত ৭ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেই ধর্মঘট স্থগিত করা হয়। সেই বৈঠকের পর পরিবহন নেতারা জানিয়েছিলেন, সরকার ডিজেলের দাম কমাতে রাজি না হলেও দুই সেতুর বর্ধিত টোল আদায় স্থগিত রাখতে সম্মত হয়েছে।

সেই বৈঠকে অংশ নেওয়া ট্রাক-কাভার্ডভ্যান প্রাইম মুভার মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম বলেন, সরকার কথা দিয়েছিল বর্ধিত টোল আদায় করা হবে না। কিন্তু মালিক শ্রমিকদের অবহিত না করেই বর্ধিত টোল কার্যকর করা হচ্ছে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, টোল কমানো এবং চাঁদাবাজি বন্ধ করার বিষয়ে আগামী বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। এর আগে এভাবে বর্ধিত টোল কার্যকর যুক্তিসম্মত নয়।

বঙ্গবন্ধু সেতুতে তিন এপেলের বড় ট্রাকের টোল ৪৩ শতাংশ বাড়িয়ে এক হাজার ৪০০ টাকা থেকে দুই হাজার টাকা করা হয়েছে। এতদিন চার এপেলের ট্রেইলারেও এক হাজার ৪০০ টাকা টোল নেওয়া হত। এরপর প্রতি এপেলের জন্য এক হাজার টাকা করে টোল দিতে হবে। পণ্য পরিবহনে সর্বোচ্চ ছয় এপেলের প্রাইম মুভার চলাচল করে। অর্থাৎ এ গাড়িতে টোল দিতে হবে পাঁচ হাজার টাকা। এখন দিতে হয় এক হাজার ৪০০ টাকা। এছাড়া বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচলের বার্ষিক টোল ৫০ লাখ থেকে এক কোটি টাকা হয়েছে।

যাত্রীবাহী যানবহনে টোল তুলনামূলক কম বেড়েছে। বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের টোল ৪০ থেকে বাড়িয়ে ৫০ টাকা, কার ও জিপে ৫০০ থেকে বাড়িয়ে ৫৫০ টাকা করা হয়েছে। মাইক্রোবাস ও পিকাআপে টোল ৫০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। ৩২ আসনের কম অর্থাৎ ছোট বাসের টোল ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। বড় বাসে টোল ৯০০ থেকে এক হাজার টাকা করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতুতে ছোট, মাঝারি ও বড়- এ তিন ক্যাটাগরিতে ট্রাকের টোল নেওয়া হত। সোমবার রাত ১২টার পর থেকে কার্যকর নতুন টোল হারে পণ্যবাহী যানবাহনকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। পাঁচ টনের কম অর্থাৎ ছোট ট্রাকে টোল ৮৫০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। পাঁচ থেকে আট টনের ট্রাকে ৮৫০ টাকার টোল ৪৭ শতাংশ বেড়ে এক হাজার ২৫০ টাকা হয়েছে। এছাড়া আট থেকে ১১ টনের ট্রাকের টোল ৪৫ শতাংশ বাড়িয়ে এক হাজার ১০০ টাকা থেকে এক হাজার ৬০০ টাকা করা হয়েছে।

এক হাজার ৫২১ মিটার দীর্ঘ মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুতে তিন চাকার গাড়ি ও মোটরসাইকেলের টোল ১০ থেকে বাড়িয়ে ১৫ টাকা, অটোরিকশায় ২০ থেকে বাড়িয়ে ৩০ টাকা, কার ও মাইক্রোবাসে ৪০ থেকে বাড়িয়ে ৫০ টাকা, ছোট বাসে ১০০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা, বড় বাসে ২০০ থেকে বাড়িয়ে ২৫০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

মুক্তারপুর সেতুতেও যাত্রীবাহীর তুলনায় পণ্যবাহী গাড়িতে টোল বেশি বেড়েছে। ছোট ট্রাকে ১৫০ টাকার টোল ৫০ বাড়লেও আট থেকে ১১ টনের ট্রাকের টোল তিনগুণ বেড়েছে। ২০০ থেকে ৬০০ টাকা হয়েছে। বড় ট্রাকে ৬০ শতাংশ টোল বেড়েছে। ৫০০ টাকার টোল ৮০০ টাকা হয়েছে।

এ সেতুতেও ট্রেইলার, কাভার্ড ভ্যান, প্রাইম মুভারের মতো বড় পণ্যবাহী গাড়িতে বড় ট্রাকের হিসাবে টোল নেওয়া হত। নতুন হারে চার এপেলের ট্রেইলারে এক হাজার টাকা টোল দিতে হবে। এখন দিতে হয় ৫০০ টাকা। এরপর মুক্তারপুর সেতুতে বাড়তি প্রতি এপেলের জন্য বাড়তি ৫০০ টাকা করে দিতে হবে। ছয় এপেলের গাড়িকে দুই হাজার টাকা টোল দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App