×

জাতীয়

দেশে সরকারি বৃদ্ধাশ্রম ছয়টি: সমাজকল্যাণমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০১:১১ পিএম

সারাদেশে সরকারি পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছয়টি শান্তি নিবাস (বৃদ্ধাশ্রম) রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এগুলো ফরিদপুর, চট্টগ্রাম, রাজশাহী, বাগেরহাট, বরিশাল ও সিলেট জেলায় অবস্থিত রয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এমপি নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী অধিদপ্তরের অধীনে ৮৫টি সরকারি শিশু পরিবারে প্রবীণ (বৃদ্ধ-বৃদ্ধা) ব্যক্তিদের জন্য ১০টি করে আসন সংরক্ষণ করা হয়েছে এবং সেখানে তাদের ভর্তি করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে সমাজসেবা অধিদপ্তর সম্পূর্ণ জিওবির অর্থায়নে ৭ হাজার ৩৯৮ দশমিক ৯১ লাখ টাকা ব্যয়ে জুলাই ২০২০ হতে জুন ২০২২ মেয়াদকালে বাস্তবায়নের জন্য ৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাস স্থাপন শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে। সম্প্রতি একনেক এটির অনুমোদন দিয়েছে। প্রকল্পটির মাধ্যমে ৮টি সরকারি শিশু পরিবারে শান্তি নিবাস স্থাপন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App