×

জাতীয়

সরকারের প্রতি রাইড শেয়ারিং ড্রাইভার’স ইউনিয়নের ৬ দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৬:০৩ পিএম

সরকারের প্রতি রাইড শেয়ারিং ড্রাইভার’স ইউনিয়নের ৬ দাবি

রাইড শেয়ারিং। ফাইল ছবি

ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার’স ইউনিয়ন তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। রবিবার (১৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে ইউনিয়নের কর্মকর্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কর্মসংস্থান রাইড শেয়ারিং খাত আজ হুমকির মুখে। রাইড শেয়ারিং কোম্পানীগুলোর উচ্চমাত্রায় কমিশন গ্রহন হলো প্রথম হুমকি। কোম্পানীগুলো রাইডারদের কাছ থেকে ২৫ শতাংশ কিংবা তারও বেশি কমিশন কর্তনের পর যা অবশিষ্ট থাকে তা দিয়ে গাড়ির জ্বালানী কেনার পর যে টাকা থাকে তা দিয়ে পরিবার পরিজন নিয়ে একজন রাইডারের পক্ষে চলা সম্ভব না। তাই কমিশনের হার কমাতে হবে এবং আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। দাবিগুলো হলো-আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী শ্রমিক হিসাবে অন্তর্ভূক্ত করতে হবে, ২৫ শতাংশ কমিশনের পরিবর্তে ১০ শতাংশ কমিশন বর্ধিত করতে হবে, অপরাধ প্রমাণ ব্যতীত কোনো আইডি বন্ধ করা চলবে না, আপফন্ট বিলের নামে রাইড-শেয়ারকারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা বন্ধ হোক, ঢাকা চট্টগ্রাম ও সিলেটে যানবাহন দাঁড় করানোর বৈধ পাকিং দিতে হবে এবং এনলিস্টমেন্টকৃত যানবাহনগুলোকে এআইটি এর আওতামুক্ত করতে হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, আল আমিন বেপারি, ইস্রাফিল বিশ্বাস, এসএম টুটুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App