×

জাতীয়

সংখ্যালঘু নির্যাতন বেড়ে গেছে: সংসদে রুমিন ফারহানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৮:০৯ পিএম

বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, এ সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন বেড়ে গেছে। সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা বেড়ে যাবার পরিবর্তে গত ৫০ বছরে ৭৫ লাখ হিন্দু কমেছে বা দেশ ত্যাগ করেছে বলে জানিয়েছেন তিনি। রবিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তিনি এসব কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধৃুরী সভাপতিত্ব করছিলেন। তিনি একটি পত্রিকায় খবরের তথ্য তুলে ধরে বলেন, ৫০ বছরে দেশে জনসংখ্যা কয়েকগুণ বেড়ে গেলেও ৭৫ লাখ হিন্দু কমেছে। তিনি বলেন, আমাদের মহান সংবিধানের ২ এ (ক) ধারা বলছে রাষ্ট্রধর্মে ইসলাম। অথচ সংবিধানে বলা হয়েছে দেশে সব ধর্মের মানুষের সমধর্ম পালনের সমান অধিকার আছে। আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম হলেও রাষ্ট্রপরিচালনার মূল চার নীতিতে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। ১৯৭৪ সালের চেয়ে বর্তমানে জনসংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে গেছে। কিন্তু সে তুলনায় হিন্দু সম্প্রদায় কিন্তু দিনে দিনে কমেছে। দেশ ত্যাগ করেছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কেন হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কমে গেছে। যখন স্বাধীনতার ৫০ বছরে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, তখন এসময় কেন সংখ্যালঘুরা নিরাপদ নয়। রুমিন বলেন, এ সরকারের ২০১২ সাল থেকে এ পর্যন্ত আমরা দেখি রামু, সাথিয়া, হোমনা ,মালোপাড়া, ঠাকুরগা, নাসিম নগর, বানারীপাড়া, গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে । কিন্তু একটিও বিচার হয়নি। বরং পুরষ্কৃত করা হয়েছে। নাসিম নগরে যারা হামলার হোতা তাদের তিনজনকে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছিল। যদিও মিডিয়ার ব্যাপক সমালোচনায় তা প্রত্যাহার করে নেয়া হয়। কিন্তু নমিনেশন দেয়ায় সরকারের ভূমিকা বোঝা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App