×

পুরনো খবর

শীতের ভোরে শরীরচর্চায় আলস্য? সহজেই চাঙ্গা করুন নিজেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১১:৪৯ এএম

শীতের ভোরে শরীরচর্চায় আলস্য? সহজেই চাঙ্গা করুন নিজেকে

কার্তিকের সকালে শীতের আভাস। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। মনে হয় আর একটু ঘুমিয়ে থাকি। খবর আনন্দবাজার পত্রিকার।

ভোরবেলা উঠে হাঁটতে যাওয়ার অভ্যাস তখন যেন বিভীষিকা বলে মনে হয়। কম্বলের তলা থেকে বেরোনোর মতো কঠিন কাজ আর কিছু হতে পারে বলে মনে হয় না।

শীতের সময়ে কম্বলের তলা থেকে বেরোনোর মতো অসম্ভব কাজ বেশির ভাগ মানুষই পেরে ওঠেন না। ঘুম থেকে ভোরবেলা উঠে পড়লেও, মনটা যেন কাঁদে বিছানার জন্য। আবার একটু ক্ষণের জন্য শুয়ে থাকলে, তারপর চোখ খুলে বুঝতে পারা যে বেলা হয়ে গিয়েছে অনেক।

এই করে শীতকাল মানেই তার সঙ্গে সঙ্গে আসে আলস্য, উল্টোপাল্টা হয়ে যায় সমস্ত শরীরচর্চার রুটিন। রোজকার অভ্যাসে ব্যাঘাত ঘটতে পারে এই আলস্যের কারণে। কিন্তু আবার অন্যদিকে, বিজ্ঞানসম্মত কারণেই, শীতকালে শরীরচর্চার কার্যকারিতা আরও বৃদ্ধি পায়। যেই কারণে কখনওই শীতকালে শরীরচর্চা না করার বা বন্ধ করা ঠিক নয়। বরং এই আবহাওয়াকে ব্যবহার করে শরীরকে আরও মজবুত আর সুস্থ করে তোলাই প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App