৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠেছে দক্ষিণ-পশ্চিম ইরান। এর আফটারশক সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে অনুভূত হয়েছে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, বন্দর আব্বাসের ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এ অঞ্চলের ভিডিওগুলোতে দেখা যায়, পাহাড় থেকে ধুলো উঠছে এবং ট্রাক কাঁপছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিক হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।