×

সারাদেশ

৫ পুরুষ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চেয়ারম্যান হলেন সোনিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১২:৫১ এএম

৫ পুরুষ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চেয়ারম্যান হলেন সোনিয়া

তানজিন নাহার সোনিয়া

পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউপি নির্বাচনে পাঁচজন পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানজিন নাহার সোনিয়া। বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিত হন তিনি এবং রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তানজিন নাহার সোনিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। শুধু তাই নয়, বৃহস্পতিবার অনুষ্ঠেয় পটুয়াখালী জেলার ১৯টি ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান ছিলেন তানজিন নাহার সোনিয়া।

বিজয়ী তানজিন নাহার সোনিয়া পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের প্রাক্তন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মো. হাবিবুর রহমান হাবিব মিয়ার কনিষ্ঠ মেয়ে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের তানজিন নাহার সোনিয়া (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বশার (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মিজানুর রহমান (ঘোড়া), মোহাম্মদ আবদুস সালাম শরীফ (অটোরিকশা), মো. জয়নাল আবেদীন সিপাই (চশমা) ও মো. হাবিবুর রহমান (আনারস)। এর মধ্যে আওয়ামী লীগের তানজিন নাহার সোনিয়া ৬ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বশার পেয়েছেন ৩ হাজার ৯৮৬ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পান ১ হাজার ৯৯৭ ভোট, মোহাম্মদ আবদুস সালাম শরীফ পান ৭৭৫ ভোট, মুহাম্মদ মিজানুর রহমান পান ৩৮১ ভোট ও মো. জয়নাল আবেদীন সিপাই পান ১৩ ভোট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App