×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক সমস্যা সমাধানে বৈঠক সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ০১:০৫ পিএম

যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক সমস্যা সমাধানে বৈঠক সোমবার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে বাইডেন ও জিনপিং ভার্চুয়াল বৈঠকে বসছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১৫ নভেম্বর) এ বৈঠকে বসবেন তারা।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র-চীন আলোচনা সম্পর্কে বলেন, এ দুই দেশের মধ্যে যে বৈরি প্রতিযোগিতামূলক সম্পর্ক সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণের বিষয়ে আলোচনা করবেন দুই দেশের নেতা। একই সঙ্গে দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়েও তারা আলোচনা করবেন। খবর ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেসব ইস্যুকে প্রাধান্য দিচ্ছে, বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন তা স্পষ্টভাবে তুলে ধরবেন। এর পাশাপাশি যেসব বিষয়ে চীনের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন- সেসব তিনি অকপটে তুলে ধরবেন।

এর আগে অনেক বিশ্লেষক অনুমান করেছিলেন করোনা মহামারির উৎস, পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানো, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ আরও কিছু ইস্যু নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App