×

সারাদেশ

মনোনয়ন প্রত্যাহারে জবরদস্তি, তাঁতী লীগ সভাপতি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ০৮:৩৮ এএম

মনোনয়ন প্রত্যাহারে জবরদস্তি, তাঁতী লীগ সভাপতি গ্রেপ্তার

প্রতীকি ছবি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে অস্ত্রের মুখে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনে সই নেয়ার ঘটনায় স্থানীয় তাঁতী লীগ সভাপতি শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের স্কুলমাঠ থেকে বাগাতিপাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বুধবার রাতে জামনগর ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানী থানায় উপজেলা তাঁতী লীগ সভাপতি শামসুজ্জামান মোহনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়, সেদিন বিকেলে উপজেলার জামনগর পুলিশ ফাঁড়ির পাশে ব্রিজের ওপরে শামসুজ্জামান মোহনসহ ২০-২৫ জন দুটি সাদা মাইক্রোবাসে প্রার্থী গোলাম রাব্বানীকে তুলে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনে সই নেন। এ ঘটনায় গোলাম রাব্বানী নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ করেন। পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শুক্রবার বিকেলে শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App