×

জাতীয়

তেলের দাম বাড়লেও এখনই বাড়ছে না রেলের ভাড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ০৩:১০ পিএম

তেলের দাম বাড়লেও এখনই বাড়ছে না রেলের ভাড়া

শনিবার কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেন থামার নির্দেশ দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: ভোরের কাগজ

তেলের দাম বাড়লেও এখনই বাড়ছে না রেলের ভাড়া। শনিবার (১৩ নভেম্বর) কমলাপুর রেলস্টেশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তেলের দাম বাড়লেও রেলওয়ের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

তিনি বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা জনগণের সেবা দিয়ে যাচ্ছি। রেলওয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে জনগণকে একটি সহজ এবং আরামদায়ক সেবা প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ।

এ সময় ট্রেনে ঢিল ছোড়া রোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এর আগে কমলাপুর রেলস্টেশনে ওই অনুষ্ঠানে দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেন থামার নির্দশনা দিয়েছেন রেলমন্ত্রী।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App