×

খেলা

জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জিতল টাইগ্রেসরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১০:০২ পিএম

জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জিতল টাইগ্রেসরা

জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার ২ উইকেট তোলে নেন টাইগ্রেস পেসার জাহানারা আলম

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বেশ দাপুটে খেলে চলেছে টাইগ্রেসরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সালমা খাতুন, জাহানারা আলম ও ফাহিমা খাতুনদের কাছে পাত্তাই পাচ্ছে না স্বাগতিকরা। জিম্বাবুয়েকে শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে টাইগ্রেসরা। এদিন টস জিতে আগে ব্যাট করে সব উইকেট খুইয়ে ১২১ রান তোলে স্বাগতিকরা। জবাবে ১ উইকেট হারিয়ে ২৪.৩ ওভারে জয় নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা। ব্যাট হাতে অপরাজিত ফিফটি হাঁকিয়েছেন মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিংকি। তাদের দুজনের ব্যাটিং নৈপুণ্য দেখে মুগ্ধ হয়েছেন জিম্বাবুয়ের মেয়েরা।

সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। শেষ ম্যাচেও জয় তুলে নিতে মরিয়া হয়ে আছে টাইগ্রেসরা। এর আগে প্রথম ম্যাচে জাহানারা, সালমা, নাহিদাদের তোপে মাত্র ৪৮ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। সেই লক্ষ্য তাড়া করতে টাইগ্রেসরা হারিয়েছিল দুই উইকেট। শনিবার স্বাগতিকরা ১০০ রানের গণ্ডি পেরোলেও জিততে সমস্যা হয়নি পিংকি-হ্যাপিদের। তবে যাইহোক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগ্রেসরা। তাদের এ জয় সামনে বিশ্বকাপ বাছাইপর্বে বেশ অনুপ্রেরণা জোগাবে।

শনিবার দ্বিতীয় ম্যাচে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ম্যারি অ্যান মুসোন্দা। তবে এদিনও আঙুলের ইনজুরিতে ম্যাচটি খেলতে পারেননি নতুন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার বদলে নেতৃত্ব দেন ফাহিমা। তবে মজার বিষয় হলো, টস জিতলেও ম্যারি অ্যান মুসোন্দা বাহিনী ব্যাট হাতে ভালো খেলতে পারেনি। কোনো ব্যাটারই অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি। টাইগ্রেস বোলারদের সামনে কোমড় সোজা করে দাঁড়াতেই পারেনি তারা। মুসোন্দা নিজেই আউট হন মাত্র ১০ রান করে। জিম্বাবুয়ের ইনিংসের প্রথম বলেই আঘাত হানেন বাংলাদেশের তারকা পেসার জাহানারা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে জিম্বাবুইয়ানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন সাত নম্বরে নামা নিয়াশা গুয়ানজুরা। এছাড়া ৩৩ রান এসেছে উইকেটরক্ষক ব্যাটার মডেস্টার মুপাচিকার উইলো থেকে।

বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার। এছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন। এরপর ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১০ রানের মাথায় ব্যক্তিগত ৮ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার শারমিন আক্তার। তবে দ্বিতীয় উইকেটে আর বিপদ ঘটতে দেননি মুর্শিদা খাতুন ও পিংকি। এ দুজনের অবিচ্ছিন্ন ১১৫ রানের জুটিতে সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ নারী দল। মুর্শিদা ৬৫ বলে ৮টি চার হাকিয়ে ৫১ রান করে অপরাজিত ছিলেন। এটি তার ক্যারিয়ারের প্রথম ফিফটি। আর পিংকি ৬৮ বলে ৭টি চারের সাহায্যে ৫৩ রান করে অপরাজিত ছিলেন। তাদের ব্যাটে ভর করে ১৫৩ বাকি রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শেষে বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করবে টাইগ্রেসরা। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে টাইগ্রেসদের বাছাইপর্ব খেলতে হবে। এবার দুটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বে অংশ নেবে ১০টি দল। টাইগ্রেসরা অবস্থান করছে গ্রুপ ‘বি’ তে। সেখানে তাদের প্রতিপক্ষ-পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে। উদ্বোধনী ম্যাচ দিয়েই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ ‘এ’ তে আছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। দশটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। পরে হবে সুপার সিক্স রাউন্ড। সেখান থেকে সেরা তিন দল মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতোমধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।

এদিকে ২১ নভেম্বর জিম্বাবুয়ের হারারেতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সালমা-রুমানারা। তবে যাইহোক বাছাইপর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে সালমা-রুমানারা। তাছাড়া বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস পেলেও এর আগে এই সংস্করণের কোনো বিশ্বকাপে অংশ নিতে পারেননি। বিশ্বকাপের আসরে সালমারা সরাসরি খেলেছেন শুধু গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে। তবে সেই আসরে চার ম্যাচ খেলে কোনো জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। এবার তাদের সামনে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ এসেছে। এর আগে এশিয়া কাপে অংশ নিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা। প্রথম হলেও সেবার নিজেদের সেরাটা দিয়ে ভারতের মতো শক্তিধর দলকে হারিয়ে এশিয়ার সেরা হিসেবে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যায় রুমানারা। এবার সালমা-জাহানারাদের নজর ওয়ানডে শিরোপায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App