×

খেলা

অজি-কিউইরা স্পিনে সমানে সমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১০:৫০ পিএম

অজি-কিউইরা স্পিনে সমানে সমান
অজি-কিউইরা স্পিনে সমানে সমান

অ্যাডাম জাম্পা ও স্পিনার ইশ সোধি

সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপে ম্যাচ নিয়ন্ত্রক স্পিনাররা। বিশেষ করে লেগ স্পিনারদের ঘূর্ণি বেশি কার্যকরী। দুবাইয়ের মাঠে রবিবার নিউজিল্যান্ডকে সামাল দিতে হবে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন কিউই লেগ স্পিনার ইশ সোধি। এদের বাইরে অজি স্পিনার ম্যাক্স ওয়েল এবং কিউই স্পিনার মিচেল স্যান্টারও ব্যাটসম্যানদের জন্য হুমকি হতে পারেন। চলতি বিশ্বকাপে ১২ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা উইকেট শিকারি জাম্পা। আর ৯ উইকেট শিকার করে সেরা দশে সোধি। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেরা দশ উইকেট শিকারির ৬ জনই আবার স্পিনার।

দুবাইয়ের মাঠে স্পিন কতটা শক্তিশালী হতে পারে, তার পরিসংখ্যান বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচের মাধ্যমেই তুলে ধরা যাক। সপ্তম বিশ্বকাপ আসরের দ্বিতীয় সেমিফাইনালে দুবাইয়ের মাঠে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট পতন হয়েছিল। যার মধ্য দুই দলের দুই স্পিনারই শিকার করেছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে বল করতে আসা অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা দুই ওভার বল করে দিয়েছিলেন মাত্র ৩ রান।

এরপর অবশ্য পাকিস্তানের উইকেট টিকে যাওয়ায় শেষ দুই ওভারে কিছুটা রান খরচ করেছিলেন তিনি। তবে ইনিংসে প্রথম ব্রেক-থ্রুটা আসে তার হাত ধরেই। ১৭৬ রানের ইনিংসে মাত্র ২২ রান দিয়ে জাম্পার শিকার আসরের সেরা ব্যাটসম্যান বাবর আজমের উইকেট। দ্বিতীয় ইনিংসে বল করতে আসা পাকিস্তান লেগ স্পিনার শাদাব খান ২৬ রানের বিনিময়ে শিকার করেন ৪ উইকেট। পাকিস্তান দলে যদি আরেক জন বাড়তি লেগ স্পিনার থাকত তাহলে ম্যাচের ফলাফল হয়তো বাবরদের পক্ষেই থাকত। ম্যাচটিতে অজিদের ৫ উইকেটের ৪ উইকেটই শিকার করেন শাদাব।

অ্যাডাম জাম্পা : ৬ ম্যাচে ১২ উইকেট শিকার করে চলতি আসরের দ্বিতীয় সেরা উইকেট শিকারি অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ১২ উইকেটের মধ্য ৯ উইকেটই জাম্পা শিকার করেছেন দুবাইয়ের মাঠে। বিশ্বকাপে এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার সেরা বোলিং ফিগার দুবাইয়ের মাঠে বাংলাদেশের বিপক্ষে। সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে জাম্পা ১৯ রানের বিনিময়ে শিকার করেন ৫ উইকেট। চলতি বিশ্বকাপের সব ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন এই অজি লেগ স্পিনার। তাছাড়া টানা ১২ ম্যাচে উইকেট পেয়েছেন জাম্পা। বিশ্বকাপের প্রথম ম্যাচে অজিরা মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচটিতে ২১ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন জাম্পা।

এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১২ দিয়ে উইকেট তুলে নেন ২ উইকেট। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৩৭ রানের বিনিময়ে শিকার করেন ১ উইকেট। পরের ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ার সেরা  বোলিং করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুুয়েলভের শেষ ম্যাচে ২০ রানের বিনিময়ে শিকার করেন ১ উইকেট। ২২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন পাকিস্তানের বিপক্ষে। ফাইনালে কিউইদের জন্য ভয়ংকর অস্ত্র হতে পারেন জাম্পা। তাকে ঠিক মতো সামাল দিতে না পারলে ম্যাচ ফস্কে যাবে কেন উইলিয়ামসনদের হাত থেকে।

ইশ সোধি : চলতি বিশ্বকাপের সবকটি ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধি। দুবাইয়ের মাঠে তিনিও কার্যকরী একজন বোলার। ফাইনালের আগ পর্যন্ত দুবাইয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সোধি। বিশ্বকাপে তিনি মোট শিকার করেছেন ৯ উইকেট। এর মধ্য দুবাইয়ের মাঠে তিনি শিকার করেছেন ৪ উইকেট। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সোধি ২৮ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট।

এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ১৭ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট। সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অবশ্য খরুচে ছিলেন তিনি। ৪২ রানের বিনিময়ে তিনি ওই ম্যাচে শিকার করেন ২ উইকেট। নামিবিয়ার বিপক্ষে ২২ রানের বিনিময়ে তিনি ২২ রানের বিনিময়ে তুলে নেন ১ উইকেট। বাঁচা মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন সোধি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২ রানের বিপক্ষে ১ উইকেট শিকার করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App