×

আন্তর্জাতিক

বাইডেন-জিনপিং বৈঠক ১৫ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ০৯:০৮ পিএম

বাইডেন-জিনপিং বৈঠক ১৫ নভেম্বর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা সত্ত্বেও শি জিনপিং ও জো বাইডেন বৈঠক করতে সম্মতি দিয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) রয়টার্স ও সিএনএন জানিয়েছে, আগামী সোমবার (১৫ নভেম্বর) ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে।

কোথা থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে, চীনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ আরও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিং কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তারা অনুমান করছেন, দুই দেশের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে সম্পর্ক স্বাভাবিকের উদ্দেশ্যেই এ বৈঠক ডাকা হয়েছে।

তবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র ও চীন কেউই এ ব্যাপারে মুখ খোলেনি।

এর আগে চলতি বছরের ৯ সেপ্টেম্বর বাইডেন ও জিনপিংয়ের ৯০ মিনিটের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময় অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও করোনা পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App