×

সারাদেশ

যশোরে বিষ মেশানো চাল খেয়ে ৫৭ হাঁসের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১১:২৩ পিএম

যশোরে বিষ মেশানো চাল খেয়ে ৫৭ হাঁসের মৃত্যু

শুক্রবার যশোরের কেশবপুরে বিষ মেশানো চাল খেয়ে মৃত হাঁস। ছবি : ভোরের কাগজ

যশোরের কেশবপুরে বিষ মেশানো চাল খেয়ে ১৪ কৃষকের ৫৭টি হাঁস মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার মজিদপুর গ্রামের বুড়িভদ্রা নদীর পাড়ে।

জানা গেছে, কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের পশ্চিম পাড়ার অধিকাংশ কৃষক পরিবারের বাড়ি নদীর পাড়ে হওয়ায় হাঁস লালন-পালন করে বাড়তি অর্থ আয় করেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে তারা হাঁস ছেড়ে দেন। ওই হাঁসগুলো নদী পার হয়ে পাশের সাবদিয়া এলাকার নদীর তীরে আবাদ করা সবজি খেতে দেওয়া বিষ মেশানো চাল খেয়ে হাঁস মরে নদীর পানিতে ভাসতে থাকে। গৃহবধূ রুমিচা খাতুন দুপুরে নদীর পাড়ে গিয়ে হাঁসগুলো মরে পানিতে ভাসতে দেখে এলাকার মানুষকে খবর দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এর মধ্যে তার ছয়টি হাঁস মারা গেছে। নদী থেকে তুলে মরা হাঁসের খাদ্য থলি কেটে বিষ মেশানো চাল পাওয়া গেছে।

মজিদপুর গ্রামের আশরাফুজ্জামান জানান, সাবদিয়া গ্রামের কতিপয় ব্যক্তি নদীর চরে সবজি চাষ করেছে। হাঁসের দল মাঝেমধ্যে ওইসব খেতে গিয়ে সবজি নষ্ট করতে পারে। সতর্কতা ছাড়াই কেউ পরিকল্পিতভাবে চালের সঙ্গে বিষ মিশিয়ে ক্ষেতের পাশে ছিটিয়ে রেখেছে। ওই বিষ মেশানো খাবার খেয়ে ১৪ পরিবারের ৫৭টি হাঁস মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত হাঁসমালিকরা থানায় অভিযোগ করবেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App