×

বিনোদন

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বাড়াতে বিটিভির নাটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১১:৪৮ এএম

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বাড়াতে বিটিভির নাটক

সামাজিক সচেতনতাই নাটকের মূল বিষয়বস্তু

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বাড়াতে বিটিভির নাটক
ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বাড়াতে বিটিভির নাটক

রেলপথে যাতায়াতের ক্ষেত্রে একটি আতঙ্কের নাম ‘পাথর নিক্ষেপ’। বখাটে ছেলেদের ছুড়ে দেয়া এসব পাথরে ভাঙছে ট্রেনের জানালার গ্লাস, আহত হচ্ছেন অনেক যাত্রী। কেউবা হারাচ্ছেন চোখ, কেউ আবার ঢুলে পড়ছেন মৃত্যুর কোলে। আর দিন দিন এই প্রবণতা যেন বেড়েই চলেছে। পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে একটি নাটক। নাটকের নাম ‘অনাকাঙ্খিত’।

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় এটি রচনা করেছেন ফজলুল করিম। প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। নাটকটির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সাবেরী আলাম, লুৎফর রহমান জর্জ, লারা লোটাস, সাজ্জাদ রেজা, সেলিম কামাল, রাজু আহসানসহ অনেকে। নাটকটি প্রচারিত হবে শনিবার রাত ৯টায়।

নাটক প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘অনেক সময় বখাটে ছেলেরা রেল লাইনের পাশ থেকে পাথর ছুড়ে মারে আর সে পাথরের আঘাতে যাত্রীরা আহত হয়। নাটকের নায়িকা সুরভীর জীবনেও তাই হয়েছিল। এই অনাকাঙ্কিত ঘটনা আর যাতে না ঘটে সে ব্যাপারে সামাজিক সচেতনতাই নাটকের মূল বিষয়বস্তু।’

নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, পরাগ ভালো চাকরী করে। সে সুরভীকে ভালোবাসে। সুরভীর পড়াশোনা শেষ না হলে তার পরিবার বিয়ে দেবে না তাই পরাগ-সুরভী তাদের পরিবারের কাউকে তাদের ভালোবাসার কথা বলেনি। পড়াশোনা শেষে সুরভী আর পরাগ সিদ্ধান্ত নেয় তাদের ভালোবাসার কথা জানাবে। পরিবারকে জানালে সুরভীর দাদা পরাগের খোঁজ-খবর নিতে তার বাড়িতে যায়।

তারপর দুই পরিবার সুরভী আর পরাগের বিয়ের দিন-তারিখ ঠিক করে। বিয়ের আগে সুরভী আর পরাগকে নিয়ে সুরভীর মা সুরভীর নানীকে দেখতে যায়। ফেরার পথে ট্রেনে জানালার পাশে বসে থাকার সময় বখাটে ছেলেদের ছুড়ে দেয়া পাথরে সুরভীর একটি চোখ নষ্ট হয়ে যায়। সুরভীর চোখ নষ্ট হওয়ার খবর শুনে পরাগের বাবা এ বিয়ে ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্পটি এগুতে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App