×

খেলা

টি-টোয়েন্টিতে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেট বিশ্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ০৮:৪৫ এএম

টি-টোয়েন্টিতে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেট বিশ্ব

রবিবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দল

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারের পরে চলতি টি-২০ বিশ্বকাপে ক্রিকেট বিশ্ব নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেতে চলেছে। রবিবার (১৪ নভেম্বর) ফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দল। যারা আজ পর্যন্ত টি-২০ বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। খবর হিন্দুস্তান টাইমস।

উল্লেখ্য ওয়ান ডে বিশ্বকাপে অজিরা পাঁচবার ট্রফি জিতলেও টি-২০ বিশ্বকাপের ট্রফি জয়ের স্বাদ তারা এখনও পায়নি। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে ওয়ান ডে বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিলেন। টি-২০ বিশ্বকাপে তারা ২০১০ সালের পরে ফের একবার ফাইনালে প্রবেশ করে। প্রসঙ্গত সেবারও এক শ্বাসরুদ্ধকর ম্যাচে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল পাকিস্তান দলকে।

অপরদিকে নিউজিল্যান্ড দল সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারতকে হারিয়ে। ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও আইসিসির বাউন্ডারি নিয়মের কারণে ম্যাচ টাই করার পরেও তাদের শিরোপা হারাতে হয়। সংক্ষিপ্ত ফর্ম্যাটে তাদের একমাত্র আইসিসি ট্রফি জয় এসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের মধ্যে দিয়ে। স্বাভাবিকভাবেই কিউয়ি সমর্থকরা আশা করবেন কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড তাদের ইতিহাসে প্রথম টি-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App