ইতালির ফ্লোরেন্সে লরিচাপায় বাংলাদেশি নিহত

আগের সংবাদ

পাকিস্তানের পরাজয়ের পর ইমরান খানের টুইট

পরের সংবাদ

‘কেক না দেওয়ার প্রতিশোধ’, ক্যাচ ফস্কে ট্রোলের মুখে হাসান

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ , ১০:৩৬ পূর্বাহ্ণ আপডেট: নভেম্বর ১২, ২০২১ , ১০:৩৬ পূর্বাহ্ণ

বিভীষিকা বললেও সম্ভবত কম বলা হবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের রাতটা তার থেকেও বাজেভাবে কেটেছে পাকিস্তানের হাসান আলির। বোলিংয়ে তো প্রচুর রান দিয়েছেন। সেইসঙ্গে ফেলেছেন গুরুত্বপূর্ণ ক্যাচ। তার জেরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের মুখে পড়লেন পাকিস্তানি তারকা। আক্রমণ করা হল তার ভারতীয় স্ত্রী’কেও। খবর হিন্দুস্তান টাইমস।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ওভারে ৪৪ রান দেন হাসান। সেখানেই দুর্দশায় ইতি পড়েনি। ১৮.৩ ওভারে শাহিন আফ্রিদির বলে ডিপ মিড-উইকেটে ম্যাথু ওয়েডের সাধারণ ক্যাচ ফস্কে দেন। যে ওয়েড পরের তিনটি বলে তিনটি ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলে দেন। সেইসঙ্গে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাকিস্তান।

সেই পরিস্থিতিতে ম্যাচ শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়েন পাকিস্তানি তারকা। তাকে প্রবলভাবে ট্রোল করা হয়। কী কারণে ক্যাচ ফস্কেছেন তিনি, সেই ব্যাখ্যাও দেওয়া হতে থাকে। দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, হাসানকে কেক খাওয়াতে গিয়েছিলেন সতীর্থ। সেইসময় আচমকা সতীর্থকে কেক মাখিয়ে দিতে আসেন শাহিন। ফলে সেই যাত্রায় কেক খাওয়া হয়নি হাসানের। কিন্তু মুখ খোলা ছিল। এক নেটিজেন সেই ছবি পোস্ট করে লেখেন, ‘এটার প্রতিশোধ নিচ্ছেন হাসান আলি।’ অপর এক নেটিজেন শাহিনের মুচকি হাসির ছবি পোস্ট করে লেখেন, ‘তিন ছক্কা খেয়েও তুমি যখন জানো যে ম্যাচের ভিলেন হতে চলেছেন হাসান আলি।’

ডি-ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়