×

আন্তর্জাতিক

সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১০:৩৫ পিএম

সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন ও অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। ছবি : ভোরের কাগজ

সুইডেনের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন স্টিফান লোফভেন। তার স্থলাভিষিক্ত হবেন দেশটির অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন।

গত সপ্তাহেই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে অ্যান্ডারসনকে সুইডেনের প্রধানমন্ত্রী নিযুক্তের প্রস্তাব দেয়া হয়। সবকিছু ঠিক থাকলে তিনি হবেন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। খবর পলিটিকো, আল জাজিরা ও রয়টার্সের।

৬৪ বছর বয়সী স্টিফান লোফভেনের পদত্যাগের প্রেক্ষিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে সুইডেনের স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। এদিকে, ২০২২ সালের সেপ্টেম্বরে দেশটিতে নির্বাচন হওয়ার কথা আছে।

এ প্রসঙ্গে লোফভেন বলেন, সব দিক বিবেচনা করে স্পিকারকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে আমাকে অব্যাহতির অনুরোধ করেছি এবং অ্যান্ডারসনের নাম প্রস্তাব করেছি। অন্যদিকে আইনসভার সদস্যরা এ মতামতের বিপক্ষে ভোট দেন তবে প্রধানমন্ত্রী হতে পারবেন না ম্যাগডালেনা অ্যান্ডারসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App