×

খেলা

বাবরকে ফিরিয়ে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন জাম্পা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০৯:০৮ পিএম

বাবরকে ফিরিয়ে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন জাম্পা

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে ভালো পারফরম্যান্স করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পেরে উঠল না পাকিস্তান। ছবি: আইসিসি।

প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিয়েছে নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখ সমরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

৯.৬ ওভারে অ্যাডাম জাম্পার বলে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন বাবর আজম। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৯ রান করে পাক দল নায়ক। ১০ ওভারে পাকিস্তানের স্কোর ৭১/১। জাম্পা ২ ওভারে ৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফকর জামান। ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে দলগত ৫০ রান টপকাল পাকিস্তান। ৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫১/০। বাবর ২৬ ও রিজওয়ান ২৩ রানে ব্যাট করছেন।

৫.৬ ওভারে প্যাট কামিন্সের বলে মহম্মদ রিজওয়ানের ক্যাচ ছাড়েন অ্যাডাম জাম্পা। পাওার প্লে-র ৬ ওভারে পাকিস্তান বিনা উইকেটে ৪৭ রান তুলেছে। রিজওান ১৮ বলে ২১ রান করেছেন। ১৮ বলে ২৪ রান করেছেন বাবর আজম। তৃতীয় ওভারে বল করতে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তৃতীয় বল তুলে মারেন রিজওয়ান। পিছন দিকে অনেকটা দৌড়ে ক্যাচ ধরার চেষ্টা করেন ডেভিড ওয়ার্নার। যদিও বল তার হাতে লেগে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। উইকেট খোয়ানোর বদলে চার রান উপহার পায় পাকিস্তান। তিন ওভার শেষে পাকিস্তানের স্কোর ২১/০। বাবর ১৫ ও রিজওয়ান ৫ রানে ব্যাট করছেন।

পাকিস্তানের হয়ে যথারীতি ওপেন করতে নামেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম ওভারে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ৬ রান তুলেছে। ১টি বাউন্ডারি মারেন বাবর।

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মহাগুরুত্বপূর্ণ টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দল নায়ক অ্যারন ফিঞ্চ প্রত্যাশা মতোই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানকে। দুবাইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং বাবর আজমদের।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।

পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ এবং শাহিন আফ্রিদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App