×

জাতীয়

ট্যাংকার জাহাজে ভাড়া বাড়ানোর দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০৮:২৮ পিএম

ট্যাংকার জাহাজে ভাড়া বাড়ানোর দাবি

ফাইল ছবি

বাংলাদেশ পেট্টোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিটিওয়া) জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তেল পরিবহনে ট্যাংকার জাহাজের ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই প্রতিবাদ ও দাবি জানান।

বিপিটিওয়া সচিব শামসুল আলম শামীম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্টোলিয়াম করর্পোরেশন (বিপিসি) গত ৪ নভেম্বর ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে প্রতি লিটারের দাম ৭৭.৫১ টাকা নির্ধারণ করে। এর ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে মূল্যস্ফীতিসহ তেলবাহী জাহাজের পরিচালনা ব্যয় অত্যাধিক হারে বেড়ে যাওয়াতে বাংলাদেশ পেট্টোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিটিওয়া) পক্ষ থেকে ডিজেলের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিপিসি’র জ্বালানির দাম বাড়ানোর আনুপাতিক হারে ট্যাংকার জাহাজে তেল পরিবহনের ভাড়াও বাড়াতে হবে। অন্যথায় এসাসিয়েশনের পক্ষ থেকে পরবর্তীতে বিকল্প কর্মসূচি দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App