×

সারাদেশ

মাঝিরঘাটে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১২:১১ এএম

মাঝিরঘাটে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

চট্টগ্রামের সদরঘাট থানার পান গলি এলাকায় একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৯ টার দিকে এ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্টোল রুম থেকে জানানো হয়, রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণ এসেছে। তবে কি কারণে আগুন লেগেছে সেটি নিয়ে কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম কার্যালয় সূত্র জানায়, গুদামটিতে সোডিয়াম সালফেট, হাইড্রোজেন পার অক্সাইডসহ বিভিন্ন রাসায়নিক রাখা হয়েছিল। রাসায়নিকের কারণে যে আগুন লাগেনি তা নিশ্চিত। তবে কি কারণে আগুন লেগেছে তা জানতে তদন্ত করা হবে। রাসায়নিকের গুদামটিতে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

গুদামটির কর্মচারীরা জানান, গুদামটি বাবুল মাঝি নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া। বিদেশ থেকে আমদানি হওয়া রাসায়নিক রাখার জন্য অস্থায়ীভাবে গুদামটি ভাড়ায় ব্যবহার করেন বিভিন্ন আমদানিকারক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App