×

মুক্তচিন্তা

ছাত্রীদের অধিক হারে ঝরে পড়া নিয়ে কথা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০১:০২ এএম

সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে ১৪ নভেম্বর এবং শেষ হবে ২৩ নভেম্বর। পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেয়ার আনন্দ আলাদা, যে আনন্দ থেকে শিক্ষার্থীরা গত দুই বছর বঞ্চিত ছিল। সিলেবাস ছোট হোক আর বড় হোক তারা কিছু একটা করে সার্টিফিকেট পেতে যাচ্ছে, যার মূল্যই আলাদা। শিক্ষার্থীদের মূল্যায়ন শিখন-শেখানো কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশ। সমস্যা হচ্ছে শিখন-শেখানো বিষয় নিয়ে আমরা যতটা না ব্যস্ত তার চেয়ে বেশি ব্যস্ত মূল্যায়ন নিয়ে। এটি অবশ্য হওয়ারই কথা কারণ একজন শিক্ষার্থী তার পঠিত বিষয়ের কতটা জেনেছে তার একটা ডকুমেন্ট থাকা প্রয়োজন, যার ওপর ভিত্তি করে শিক্ষাপ্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানের বাইরে, উচ্চশিক্ষা গ্রহণে, চাকরি পেতে এবং চাকরিতে প্রমোশন পেতে ওই কাগজটিই প্রমাণ হিসেবে কাজ করে। তাই আমরা এ বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়ে আসছি। যে কোনো প্রকারেই হোক, সৎ উপায়ে হোক আর অসৎ উপায়েই হোক ওই কাগজটিতে একটি ভালো গ্রেডিং সবাই পাওয়ার চেষ্টা করে থাকেন। কিন্তু ইদানীংকালে ওই কাগজটি তার মূল্য অনেকটাই হারাতে বসেছে, কারণ কেউ একজন যদি বলে আমি এসএসসি ও এইচএসসি দুটি পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছি। তারপরও তাকে কিন্তু উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পরীক্ষা দিতে হয়, ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে তাকে বাজিয়ে দেখা হয়। এতগুলো কথা যে জন্য বলেছি তার দু-একটি উদ্দেশ্য আছে। আমি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলের (প্রাথমিক ও মাধ্যমিক) শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে যে বিষয়গুলো দেখলাম তাতে মূল্যায়ন নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন মনে উদয় হয়েছে। আমি শিক্ষার্থীদের বাংলা বই, ইংরেজি বই পড়তে দিয়েছি। একটি ক্লাসে এক-দুজন ছাড়া কেউই তাদের শ্রেণির বাংলা কিংবা ইংরেজি বই ভালোভাবে পড়তে পারছে না। অনেকে যুক্তাক্ষর পড়তেই পারছে না। তাদের জিজ্ঞেস করেছি বাংলাদেশের সুন্দরবন রাজশাহীতে না ঢাকায়? কেউ কেউ বলেছে ঢাকায়, কেউ বলেছে রাজশাহীতে। যখন জিজ্ঞেস করলাম ঢাকায় কোথায়- সাভার না গুলিস্তান অনেকেই বলেছে সাভার। আবার অন্য ক্লাসে যখন জিজ্ঞেস করেছি সুন্দরবন কি খুলনায় না বরিশালে। কেউ কেউ বলেছে খুলনায় কেউ কেউ বলেছে বরিশালে। তার মানে সঠিকভাবে কেউই জানে না। তাদের তাদের বই থেকে জিজ্ঞেস করেছি আমি পঞ্চম শ্রেণিতে পড়ি/আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি এর ইংরেজি কী? ধরিয়ে দেয়ার পর তারা বলতে পেরেছে। নিজে পারার পরে যখন জিজ্ঞেস করেছি আমার ভাই ষষ্ঠ শ্রেণিতে পড়ে/আমার বোন সপ্তম শ্রেণিতে পড়ে তখন আর কেউ পারছে না। তার অর্থ হচ্ছে তারা কিন্তু পঠিত কোনো বিষয় নিজের বাক্যে ব্যবহার করতে পারছে না অর্থাৎ বাস্তব জীবনে ব্যবহার করতে পারছে না। তাদের মেধা নেই এজন্য পারছে না বিষয়টি তা নয়। শিক্ষকরা সেখাবে শেখাচ্ছেন না। শিক্ষকরা কেন সেভাবে শেখাচ্ছেন না, কারণ ওই ভাবে পরীক্ষায় আসে না। প্রশ্ন হচ্ছে তাহলে কী ধরনের মূল্যায়নটা হচ্ছে। আমি যখন তাদের শিখিয়ে দিলাম যে, মাই ব্রাদার রিডস ইন ক্লাস সিক্স, কয়েকবার প্র্যাকটিস করার পরে তারা পেরেছে। সাধারণ গণিতের ক্ষেত্রে জিজ্ঞেস করলাম। তোমার কাছে ১,২৫০ টাকা আছে। এই টাকা নিয়ে বাজারে গিয়ে একটি বই কিনেছ ২০০ টাকা দিয়ে, একটি ক্যালকুলেটর কিনেছো ২৫০ টাকা দিয়ে, একটি খাতা কিনেছ ৩০ টাকা দিয়ে। এখন কি তোমার কাছে টাকা থাকবে? কেউ বলেছে থাকবে, কেউ বলেছে থাকবে না। জিজ্ঞেস করলাম এটি বের করতে কি আমাদের গুণ করতে হবে না ভাগ করতে হবে? কেউ বলেছে গুণ করতে হবে, কেউ বলেছে ভাগ করতে হবে। বিয়োগের কথা প্রথম কেউই বলেনি। বললাম, খাতায় হিসাব করে দেখ। দেখলাম প্রতি ক্লাসে হয়তো একজন কোনোরকম বের করেছে কিন্তু বিয়োগ নিয়মানুযায়ী করা হয়নি। সবাই ১,২৫০-এর নিচে লিখেছে ২০০ টাকা, ২৫০ টাকা, ৩০ টাকা। এটি বের করার যে নিয়ম সেটিও তারা আয়ত্ত করতে পারেনি। লাভ ক্ষতির কথা জিজ্ঞেস করেছি কখন লাভ হয়, কখন ক্ষতি হয়। বের করার উপায় কী- কেউ বলতে পারছে না। অর্থাৎ বেসিক ধারণা তাদের দেয়া হচ্ছে না। অষ্টম ও দশম শ্রেণিতে জিজ্ঞেস করেছি আমাদের ক্লাসে আটান্নজন শিক্ষার্থী আছে- এটি ইংরেজিতে কীভাবে বলা যায়। একটি শিক্ষার্থীও পারেনি। কিন্তু পাবলিক পরীক্ষায় দেখা যাবে ৯৮-৯৯ শতাংশ শিক্ষার্থী ভালোভাবে পাস করবে। এখন প্রশ্ন হচ্ছে কী মূল্যায়ন হচ্ছে। মূল্যায়ন বিষয়টি তো তার গুরুত্ব একেবারেই হারিয়ে ফেলেছে। যার বেসিক ধারণা আছে সেও নম্বর পাচ্ছে, যার কোনো ধারণা নেই সেও নম্বর পাচ্ছে। এই নম্বর তো তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতার কথা বলছে না। ২০১০ সালের শিক্ষানীতিতে পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা ও অষ্টম শ্রেণিতে জেএসসি পরীক্ষা নেই। সরকারের নির্বাহী ক্ষমতাবলে পরীক্ষা দুটি নেয়া হচ্ছে- কোভিডের কারণে গতবার এবং এবার এ পরীক্ষা দুটি হচ্ছে না। নির্বাহী ক্ষমতাবলে পরীক্ষা দুটি নেয়া হচ্ছে কেন? পরীক্ষা না হলে, পরীক্ষার চাপ না থাকলে শিক্ষার্থীরা ক্লাস করতে চায় না, পড়তে চায় না, অভিভাবকরাও পড়াশোনার প্রতি অনীহা প্রকাশ করেন। তারা চান বাচ্চারা চাপে থাকুক। পরীক্ষা না হলে, পড়ার চাপ না থাকলে বেসরকারি পুস্তক প্রকাশকরা তাদের বই বিক্রি করতে পারেন না। শিক্ষকরাও খুব একটা আগ্রহ পান না। পরীক্ষায় যে কয়টি চ্যাপ্টার, যে কয়টি বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো শিক্ষার্থীদের কেঁচে গণ্ডূষ করানো হয়, বারবার প্র্যাকটিস করানো হয়। পরীক্ষা না হলে এগুলো করানো হয় না। এটিও বাস্তব চিত্র। তাই সরকার নির্বাহী ক্ষমতাবলে পরীক্ষা দুটি টিকিয়ে রেখেছিল। তার মানে, পরীক্ষা নেয়ার যুক্তি আছে। কিন্তু পঠিত বিষয় নিজে ব্যবহার করতে জানছে না কিংবা পারছে না, পরীক্ষা না হলে কোনো কিছু পড়তে চায় না, এর সমাধান আসলে কী? শিক্ষার্থীদের আনন্দদানের মাধ্যমে পড়াতে পারলে এবং পড়ানো বিষয় তারা নিজের বাক্যে ব্যবহার করতে পারছে, বিষয় সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট। শিক্ষক বিষয়টি টের পেলে বা জেনে গেলেই সেটি মূল্যায়ন। একটি শ্রেণির কোন কোন শিক্ষার্থী নিজের বাক্যে, নিজের লেখায় তাদের পঠিত বিষয় ব্যবহার করতে পারছে। এটিই কিন্তু তাদের আসল মূল্যায়ন। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৪ শতাংশের বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে নয়টি বোর্ডের তথ্য অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থী ১৬ লাখ ৭০ হাজার ৩৮০ জন। আর দুই বছর আগে এসব বোর্ডে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করেছিল ১৯ লাখ ৪৮ হাজার ৫৬ জন। বাকি ২ লাখ ৭৭ হাজার ৮৭৬ জনের হদিস নেই। ১১টি বোর্ডের তথ্য যুক্ত হলে এই সংখ্যা আরো বেড়ে যেতে পারে। ঝরে পড়া শিক্ষার্থীদের ৭২ শতাংশই ছাত্রী। অর্থাৎ মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ১ লাখ ৯৯ হাজার ৮১৪ জন। রাশেদা কে চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘ঝরে পড়া শিক্ষার্থীদের অনেকেই হয়তো শিশুশ্রমে ভিড়ে গেছে কিংবা বিয়ে হয়েছে। লেখাপড়া ছেড়ে দেয়া শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই ছাত্রী- এই খবর উদ্বেগজনক। এসব ছাত্রছাত্রীকে স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া প্রয়োজন।’ বাল্যবিয়ে নিয়ে, বাল্যবিয়ের কুফল নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে এত আলোচনা-পর্যালোচনার পরেও পড়াশোনা বাদ দিয়ে বাল্যবিয়ে হচ্ছে। এর মূল কারণ দারিদ্র্য হলেও মেয়েদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু ফেলে দেয়ার মতো নয়। দরিদ্র ও অসহায় পিতা-মাতা মেয়ের নিরাপত্তার কথা ভেবে, বখাটেদের হাত থেকে রক্ষার জন্য, রাজনৈতিকভাবে প্রশ্রয় পাওয়া উঠতি বয়সের ছেলেপেলেদের হাত থেকে, ইভটিজিংয়ের হাত থেকে রক্ষার জন্য বাল্যবিয়ের কুফলের কথা জেনেও অনুপযুক্ত পাত্রের হাতে মেয়েকে সমর্পণ করছেন। এ নিয়ে কোনো সামাজিক সংগঠন কিংবা কোনো বেসরকারি সংস্থা এলাকাভিত্তিক কিছু গবেষণা করে, তার ফল প্রকাশ ও কিছু প্রস্তাবনাও পেশ করে কিন্তু তাতে তো উঠতি বয়সি ছেলেদের বখাটেপনা কমে না। ভুক্তভোগী পিতার পাশে কেউ দঁাঁড়ায় না, বরং কোনো দুর্ঘটনা ঘটলে মেয়ের ওপরেই দোষ চাপানো হয়। রাজনীতির যে দুষ্ট রাহু সমগ্র সমাজকে গ্রাস করে ফেলেছে এ থেকে উত্তরণের উপায় তো খুব সহজ নয়। তবে শিক্ষকদের হাল ছেড়ে দিলে হবে না। রাশেদা কে চৌধুরী বলেন, এসব শিক্ষার্থীকে বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দিতে হবে। তাদের প্রণোদনার অংশ হিসেবে উপবৃত্তি দেয়া হয়। কিন্তু এটা পাওয়ার অপরিহার্য শর্ত তাকে ‘অবিবাহিত’ থাকতে হবে। কিন্তু যে লাখ ছাত্রী পরীক্ষায় বসছে না, তাদের মধ্যে যে কজনের বিয়ে হয়েছে আর তাদের যদি স্কুলে দেখতে চাই তাহলে ‘অবিবাহিত’ থাকার শর্ত তুলে দিতে হবে। নইলে তারা আগ্রহী হবে না। এ ব্যাপারে মাউশির মহাপরিচালক বলেন, ‘উপবৃত্তি কার্যক্রম বর্তমানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে পরিচালিত হচ্ছে। এ সিদ্ধান্ত তারা নিতে পারে। তবে এটি নিয়ে আলোচনা হতে পারে।’

মাছুম বিল্লাহ : শিক্ষক ও লেখক। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App