বুধবার অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন। এ দিনই ভক্তদের সারপ্রাইজ দিলেন তিনি। বিয়ে করতে যাচ্ছেন এই লাক্স তারকা। এরই মধ্যে হয়ে গেছে বাগদান। বুধবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার সময় হবু বরের সঙ্গে ছবি দিয়ে নিজেই জানিয়ে দিলেন এ খবর।
ফেসবুকে মিম দাবি করেছেন, হবু বরের সঙ্গে ছয় বছরের পরিচয় ছিল তার। তবে স্ট্যাটাসে বরের নাম-পরিচয় উল্লেখ করেননি।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ছয় বছর আগে আমার সব হাসির শুরু তোমার সঙ্গে। আজ খুবই বিশেষ দিন। আজ যা শুরু হলো তা চিরদিনের জন্য। নতুন এক অধ্যায় শুরু হলো। অবশেষে আমরা আবদ্ধ হলাম।
অনেকেই সন্দেহ করছেন, বিয়ে না হয়ে এটি কোনো ফ্যাশন হাউজের প্রচারণাও হতে পারে। কারণ বর-কনের ছবির নিচে আছে মেকআপ থেকে ফটোগ্রাফি পর্যন্ত বিস্তারিত তথ্য। একেবারে শেষে লেখা- ‘ইউ আর দ্য বেস্ট টিম’। অথচ হবু বরের নামটাই করলেন না প্রকাশ।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মিমের সঙ্গে ওই ছবিতে থাকা ছেলেটির নাম সনি পোদ্দার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।