করোনা পরিস্থিতির কারণে বেশিরভাগ কর্মীই ওয়ার্ক ফ্রম হোমের সঙ্গে পরিচিত হয়েছেন। এবার পর্তুগাল সরকার এর সঙ্গে যোগ করেছে নতুন মাত্রা। সম্প্রতি দেশটির আইনসভায় একটি কর্মীবান্ধব আইন পাস করেছে।
কর্মক্ষেত্রে কর্মীদের মানসিক চাপ কমানোর উদ্দেশ্যে এ আইন পাস করা হয়। এ আইন অনুযায়ী ছুটি কাটানোর সময় কোনো কর্মীকে ফোন করতে পারবেন না উর্ধ্বতন কর্মকর্তারা। ফোন করলেই গুনতে হবে জরিমানা। খবর দ্য ইনডিপেনডেন্ট ও ইউএসএ টুডের।
আইনটি পাস করেন পর্তুগালের শ্রমিক ও সামাজিক সুরক্ষামন্ত্রী আনা মেন্ডিস গোদিনহো। নভেম্বরের শুরুতে দেশটির রাজধানী লিসবনে এক ভার্চুয়াল কনফারেন্সে এ প্রসঙ্গে তিনি বলেন, করোনা মহামারির কারণে বিগত কয়েক মাস কর্মীরা ঘরে বসে অফিসের কাজ করেছেন। তাদের জীবনে ছন্দ ফেরাতেই এ আইন পাস করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।