×

খেলা

ভারতের বিদায়ে বিশ্বকাপের জৌলুস কমেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ১২:১৭ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ কোনো খেলা নেই। আগামীকাল প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মোকাবিলা করবে অস্ট্রেলিয়া। যোগ্যতা বলেই চারটি দল সেমির টিকেট নিশ্চিত করেছে। এ চার দলের মধ্যে ভারত থাকলে বিশ্বকাপের উন্মাদনা আরো বৃদ্ধি পেত। গ্রুপ-২ থেকে ভারত সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে ক্রিকেট অনুরাগীরা ফাইনালে আরেকটি পাক-ভারত দ্বৈরথ উপভোগ করতে পারতেন। এবার গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল। বিশ্বে সবচেয়ে বেশি দর্শক ম্যাচটি উপভোগ করেছেন। সেই দিক দিয়ে বলা যায় এবারের বিশ্বকাপ কিছুটা হলেও জৌলুস হারিয়েছে। ভারত ও পাকিস্তান এবার একই গ্রুপে ছিল। সেই দিক দিয়ে এ দুই দলের ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা ছিল। এশিয়ার প্রতিনিধি ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা মাঠে থাকলে দর্শকরা মাঠে এসে তাদের প্রিয় দলকে উৎসাহ জোগান।  কোহলিরা নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারায় ব্যাকফুটে চলে যায়। পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। সুপার টুয়েলভে আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ে সেমিফাইনালের আগেই নিশ্চিত হয়ে যায় ভারতের বিদায়। পাঁচ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে জায়গা করে নেয় কিউইরা। ফলে নামিবিয়ার বিপক্ষে ভারতের শেষ ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়। মে মাসে ভারতজুড়ে করোনা ভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ সেপ্টেম্বর-অক্টোবরে হয় বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতেই। এই প্রতিযোগিতায় খেলে দলটির সব খেলোয়াড় আগে থেকেই কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার সুযোগ পান। এবার আইপিএলে চার দলের নেতৃত্বে থাকা রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও ঋষভ পন্ত ভারতীয় স্কোয়াডে ছিলেন। সবাই  আইপিএলে বেশ ভালোই খেলেছেন। কিন্তু বৈশ্বিক আসরে মাঠে নেমেই যেন উল্টোরথে চড়ে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০০৭ চ্যাম্পিয়নরা। টানা দুই হারে শেষ চারে জায়গা করে নেয়ার জন্য ভারতকে তাকিয়ে থাকতে হচ্ছিল অন্য দলগুলোর ওপর। শেষ পর্যন্ত যা আর আলোর মুখ দেখেনি। এবার বিশ্বকাপে যাওয়ার আগে টাইগাররা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে র‌্যাঙ্কিং উন্নত করে। এসব জয়ের কারণেই আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপে টাইগাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের কল্যাণে সুপার টুয়েলভে জায়গা করে নেয় টাইগাররা। সুপার টুয়েলভে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব-রিয়াদরা তীরে এসে তরী ডুবিয়েছেন। এ দুই ম্যাচে টাইগাররা জিতলে দলের অবস্থা বদলে যেত। সেমিতে খেলার সুযোগ হয়তো হাতছানি দিতে পারত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা হতাশ করেছেন। এখন আর বিশ্বকাপ নিয়ে ভেবে লাভ নেই। ভাবতে হবে পাকিস্তান সিরিজ নিয়ে। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানকে ঘরের মাঠে হারাতে পারলে ফের র‌্যাঙ্কিয়ে উন্নতির সুযোগ থাকছে। এই র‌্যাঙ্কিয়ে কারণে এবার বিশ্বকাপে দুই জয় পেয়েও আগামী বিশ্বকাপে বাছাই পর্বের বাধা পেরিয়ে মূল পর্বে খেলতে হবে শ্রীলঙ্কাকে। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা র‌্যাঙ্কিংয়ে ৮-এর মধ্যে না থাকায় বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App