×

সারাদেশ

পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ০৭:২৭ পিএম

পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে

পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে আড়পাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ছবি: ভোরের কাগজ

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি পাড়াপাড় বন্ধ এবং মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবির কারনে পাঁচ নম্বর ঘাট বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে। পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে আড়পাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফলে পাড়ের অপেক্ষায় এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চরম দুর্ভোগে রয়েছে যানবাহন চালকেরা।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, শিমুলিয়া-কাঠালবাড়ি বন্ধ থাকায় ওই দিকের ছোট, বড় যানবাহন পাটুরিয়া ঘাট হয়ে গন্তব্যস্থলে যাচ্ছে। এছাড়া পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় পাঁচ নম্বর ঘাট সহ তিনটি ঘাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ কারণে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে।

তিনি আরো বলেন, আমাদের নৌরুটে ছোট, বড় ১৮টি ফেরি যানবাহন পাড়াপারের জন্য নিয়োজিত রয়েছে। খুব শীগ্রই যানবাহনের চাপ কমে যাবে। বিকেল পর্যন্ত পারাপারের অপেক্ষায় থাকা মালবাহী ট্রাক রয়েছে ৬ শতাধিক এবং বাস রয়েছে ৫০টির উপরে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App