×

সারাদেশ

পাটুরিয়ায় ১৪ দিন পর উদ্ধার ফেরি আমানত শাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ০৫:৩৫ পিএম

পাটুরিয়ায় ১৪ দিন পর উদ্ধার ফেরি আমানত শাহ

মঙ্গলবার দূর্ঘটনার ১৪ দিন পর ফেরিটি উদ্ধার করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নাম্বার ঘাটে কাত হয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ পুরোপুরি দৃশ্যমান হয়েছে। ফেরির ভিতরের ছিদ্রগুলো মেরামতে কাজ করছেন উদ্ধার কর্মীরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) দূর্ঘটনার ১৪ দিন পর ফেরিটি উদ্ধার করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ। বিকেল ৪ টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জেনুইন এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী (সিও) বদিউল আলম বলেন, গতকাল ফেরিটি উদ্ধারের ৮৫ ভাগ কাজ শেষ হয়েছিলো। আজ ফেরির ভিতরে জমে থাকা পানি স্যালু মেশিন দিয়ে বাইরে বের করা হয়। পরে উইঞ্চ বার্জগুলো দিয়ে ফেরির পেছনের ইঞ্জিনের অংশ দুপুর ৩ টার দিকে উঠানো হয়। এখন আমানত শাহ সম্পূর্ণরূপে দৃশ্যমান। ফেরি উদ্ধারে প্রাথমিক কাজ শেষ হয়েছে। তবে ফেরিটি ভাসানোর জন্য এর ভিতরের প্রায় একশো ছিদ্র মেরামত করা হচ্ছে। আগামী দুইদিন নিবিড় পর্যবেক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরিটি বুঝিয়ে দেওয়া হবে।

বিআইডাব্লিউটিএ'র যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুর রহমান বলেন, আজ দুপুরে ডুবে যাওয়া ফেরিটির সব ত্রুটি মেরামত করে ভাসানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যে বিআইডাব্লিউটিসির কাছে ফেরিটি বুঝিয়ে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App