ভারতের পদ্মশ্রী সম্মাননা অর্জন করলেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। সোমবার (৮ নভেম্বর) দেশটির রাজধানী দিল্লির রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গত বছরের ২৬ জানুয়ারি যাদের পদ্মশ্রী সম্মাননা দেওয়া হবে তাদের নাম ঘোষণা করা হয়। কঙ্গনা রানাওয়াত ছাড়াও চলচ্চিত্র পরিচালক করন জোহর, একতা কাপুর ও আদনান সামির হাতে এ সম্মাননা তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। খবর হিন্দুস্তান টাইমসের।
পদ্মশ্রী সম্মাননা পাওয়ার কিছুদিন আগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ভারতীয় অভিনেত্রী কঙ্গনা। অন্যদিকে পাকিস্তানি বংশোদ্ভুত আদনান সামিকে ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মানে ভূষিত করার ব্যাপারে ব্যাপক সমালোচনা হয়েছে। কয়েক বছর আগেই এ পাকিস্তানি সঙ্গীতশিল্পী ভারতের নাগরিকত্ব পান। এবার দেশটির সরকারের কাছে পেলেন পদ্মশ্রী সম্মাননা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।