×

জাতীয়

ভাড়া বাড়ানো অযৌক্তিক: রেজা কিবরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ০৭:১৩ পিএম

ভাড়া বাড়ানো অযৌক্তিক: রেজা কিবরিয়া

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে দলের আহ্বায়ক রেজা কিবরিয়া। ছবি: ভোরের কাগজ

ভাড়া বাড়ানোকে অযৌক্তিক বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম যদি ২৩ শতাংশ বাড়ে, তাহলে ১২-১৩ শতাংশের বেশি ভাড়া বাড়ানোর যুক্তি নেই। কিন্তু, বিভিন্ন লোক দালালি করে এই জিনিসটা বাড়িয়েছে।’ সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণঅধিকার পরিষদ আয়োজিত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রেজা কিবরিয়া বলেন, ‘আমাদের রাজনৈতিক দল আত্মপ্রকাশের পর বিভিন্ন জেলায় মিছিল হয়েছে। সেই মিছিলে কিছু পুলিশ এবং রাজনৈতিক নেতারা বাধা দিয়েছে। এত ভয় কীসের? জনগণকে ভয় পাওয়া উচিত, সেটা ঠিক। জনগণের রাগ যদি বাড়ে, তখন আপনাদের সৈন, গুন্ডাবাহিনী দিয়ে ঠেকাতে পারবেন না। সেই সময়টা বেশি দূরে না।’ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব নুরুল ইসলাম নূর। তিনি বলেন, ‘সরকার তেলের দাম বৃদ্ধি করেছে। অন্যদিকে, মালিক-শ্রমিকদের দিয়ে ধর্মঘটের নামে নাটক করিয়েছে ভাড়া বৃদ্ধির জন্য। জনগণ রাস্তায় নামবে বলে আগেই পরিবহন বন্ধ করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আগেই বলেছিলাম তেলের দাম কমানোর আন্দোলনকে আমরা স্বাগত জানাই। তবে ভাড়া বৃদ্ধির আন্দোলনকে স্বাগত জানাতে পারছি না। এর আগেও আমরা দেখেছি অন্যান্য দলের সমাবেশ থাকলে পরিবহন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App