×

আন্তর্জাতিক

দরিদ্র দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে যুক্তরাজ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১০:৩৮ পিএম

দরিদ্র দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে যুক্তরাজ্য

জলবায়ু পরিবর্তন। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য ২৯ কোটি পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (৮ নভেম্বর) বিবিসির একটি প্রতিবেদনে জানানো হয়, স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহের শুরুতে দেশটির পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

গত ৩১ অক্টোবর শুরু হওয়া কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম এই আয়োজন আগামী ১২ নভেম্বর শেষ হওয়ার কথা। সম্মেলনে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতিশ্রুত অর্থের বড় অংশই বরাদ্দ দেওয়া হয়েছে এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জলবায়ু নিয়ে পরিকল্পনা এবং বিভিন্ন কার্যক্রমে। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং কম কার্বন নিঃসরণভিত্তিক উন্নয়নকে উৎসাহিত করতে এই অর্থ দেওয়া হবে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের প্রতিশ্রুত ২৯ কোটি পাউন্ডের তহবিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কয়েকটি ভাগে দেওয়া হবে- গত সপ্তাহে জলবায়ুর ‘ক্ষতিপূরণ তহবিলে’ প্রথম ১০ লাখ পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App