×

জাতীয়

ঘোষণা ছাড়াই ভাড়া বাড়িয়েছেন ট্রাক মালিকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১০:২৩ পিএম

ঘোষণা ছাড়াই ভাড়া বাড়িয়েছেন ট্রাক মালিকরা

মালবাহী ট্রাক। ফাইল ছবি

ডিজেলের দাম বাড়ার প্রেক্ষাপটে ঘোষণা ছাড়াই ভাড়া বাড়িয়েছেন ট্রাক মালিকরা। এতে আগের চেয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে পণ্য সরবরাহকারীদের। সবজি ও নিত্যপণ্যের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, আগের তুলনায় বস্তাপ্রতি তাদের ভাড়া বাবদ খরচ বেড়েছে তিন থেকে পাঁচ টাকা। তবে নিত্যপণ্যের খুচরা বাজারে এখনও এর প্রভাব না পড়লেও অচিরেই সব পণ্যের দাম বাড়বে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধ রাখার ঘোষণায় এরপর গত রবিবার প্রায় ২৭ শতাংশ বাস ভাড়া বাড়ানো হয়। কিন্তু ট্রাক ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ধর্মঘটে অটল রয়েছেন এ খাতের মালিকরা। তবে ধর্মঘট থাকলেও বেশি ভাড়া নিয়ে নিত্যপণ্য ও সবজি বহনে কিছু ট্রাক চলাচল করছে বলে জানা গেছে।

নিজেদের লোকসান ঠেকাতে ভাড়া বাড়িয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন ট্রাক মালিক। তারা বলেছেন, জ্বালানি তেলের দর বৃদ্ধির কারণে ভাড়া বাড়িয়েছেন বাস ও লঞ্চের মালিকরা। তাই তারাও পণ্যবাহী ট্রাকের ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App