×

খেলা

ওয়েস্ট হ্যামের বিপক্ষে লড়াইয়ের পর প্রথম হার লিভারপুলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১২:১১ পিএম

ওয়েস্ট হ্যামের বিপক্ষে লড়াইয়ের পর প্রথম হার লিভারপুলের

ম্যাচ শেষে হতাশ লিভারপুল কোচ ক্লপ ও ট্রেন্ট আলেকজান্জার আর্নল্ড। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগে রবিবার (৮ নভেম্বর) লিভারপুলের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ম্যাচ শুরুর আগে থেকেই দর্শকরা দুদলের টানটান লড়াই দেখার আশায় ছিলেন। ম্যাচ শেষে কেউ হতাশ হননি। লিভারপুলকে ৩-২ গোলে হারায় হ্যামার্সরা।

ম্যাচের মাত্র চার মিনিটের মাথায় ঘরের মাঠে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ওয়েস্ট হ্যাম ফুটবলারদের চাপে কর্ণার থেকে পাবলো ফোরনালসের ভাসানো বল হাত ফসকে নিজের গোলেই জড়িয়ে দেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন। লিভারপুল ফুটবলারদের তীব্র প্রতিবাদেও কাজ হয়নি। প্রথমার্ধের ঠিক একটু আগেই ৪১ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ফ্রি-কিক সমতায় ফেরায় লিভারপুলকে। খবর হিন্দুস্তান টাইমসের।

লিভারপুল সমর্থকরা আশা করছিল দ্বিতীয়ার্ধে তাদের প্রিয় দল হয়তো ম্যাচে এগিয়ে যাবে। তবে ঘটল ঠিক তার উল্টো। ৬৭ মিনিটে ফোরনালসের গোলে ২-১ এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ৭৪ মিনিটে প্রথমার্ধের মতোই কর্ণার থেকে অ্যালিসনকে চাপে ফেলার পর দ্বিতীয় পোস্টে জোরালো হেডারে স্কোর ৩-১ করেন কার্ট জুমা। আপদকালীন ভিত্তিতে ডিভক ওরিগিকে নামিয়ে ম্যাচে ফেরার প্রয়াশ করেন লিভারপুল ম্যানেজার জুরগেন ক্লপ। ৮৩ মিনিটে তিনিই চোখ ধাঁধানো এক গোলে লিভারপুলের আশা জাগান।

তবে সেয়ানে সেয়ানে টক্কর দেওয়া হ্যামার্সদের ডিফেন্স ভাঙতে আর সক্ষম হয়নি রেডসরা। ম্যাচের একেবারে শেষের মুহূর্তে লিভারপুলকে সমতায় ফেরানোর দারুণ সুযোগ নষ্ট করেন সাদিও মানে। এই ম্যাচে ক্লাব রেকর্ড ২৫ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথমবার হারল লিভারপুল। জয়ের ফলে রেডদের থেকে এক পয়েন্ট এগিয়ে ২৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়র লিগে তিন নম্বরে উঠে এল ওয়েস্ট হ্যাম, চারে নেমে গেল লিভারপুল। ক্লপের দলের পরের খেলা আর্সেনালের বিপক্ষে, হ্যামার্সরা নামবে উলভসের বিরুদ্ধে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App