×

অর্থনীতি

ঋণ আদায়ে জোর তৎপরতা জনতা ব্যাংকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ০৮:৫৯ পিএম

ঋণ আদায়ে জোর তৎপরতা জনতা ব্যাংকের

জনতা ব্যাংক। ফাইল ছবি

বার বার তাগাদা দেয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে যেসব খেলাপি গ্রাহক ঋণ পরিশোধে সময় ক্ষেপন করে আসছিলেন তাদের ঋণ আদায়ে এখন জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে জনতা ব্যাংক কর্তৃপক্ষ। খেলপি ঋণ আদায়ে জনতা ব্যাংক এখন আইনি প্রক্রিয়ায় জোর তৎপরতা চালাচ্ছে।

জানা গেছে, ঋণ আদায়ে খেলাপিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ায় ব্যাংকটির বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার ৩ জন খেলাপি গ্রাহককে সম্প্রতি গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। আত্মগোপনে থাকা শাখাটির খেলাপি গ্রাহক মেসার্স আব্দুস সামাদ প্যাকেজিং এর মালিক মো. আবদুস সামাদ এবং মেসার্স মিলেনিয়াম প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. আতাউর রহমান চৌধুরি ও নাজমুন নাহার গ্রেপ্তার হন। পরবর্তীতে তাদের মোট খেলাপি ঋণ ২ কোটি ৫৬ লক্ষ টাকার মধ্যে ২৫ শতাংশ হারে ৬৪ লক্ষ টাকা পে-অর্ডারের মাধ্যমে আদায় করা হয়। অবশিষ্ট অর্থ আগামী তিন মাসের মধ্যে তারা ব্যাংককে পরিশোধ করবেন মর্মে অর্থঋণ আদালতে বন্ড দিলে তাদের জামিন মঞ্জুর হয়।

এছাড়া চট্টগ্রামের লালদীঘি ইস্ট কর্পোরেট শাখার খেলাপি গ্রাহক নুর জাহান সুপার অয়েল লিমিটেডের চেয়ারম্যান মো. জসীম উদ্দন, ব্যবস্থাপনা পরিচালক তাসনীম মনোয়ার এবং পরিচালক জহির উদ্দিন আহমদের বিরুদ্ধে ৮৫ কোটি ৯৭ লক্ষ টাকা অনাদায়ে অর্থঋণ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই শাখার অপর গ্রাহক জেড এন্ড জে ইন্টারন্যাশনালের মালিক মো. জামিল আবেদিনের বিরুদ্ধে ৩৮ কোটি ৬৩ লক্ষ টাকা অনাদায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পাশাপাশি সারাদেশে বৃহৎ খেলাপীদের বিরুদ্ধে ব্যাংকের জোর আইনি তৎপরতা অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App