বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে: প্রধানমন্ত্রী

আগের সংবাদ

নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

উইন্ডেজ ইলেভেন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ , ১১:৫২ পূর্বাহ্ণ আপডেট: নভেম্বর ৮, ২০২১ , ১১:৫২ পূর্বাহ্ণ

উইন্ডোজ ইলেভেন এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ব্যবহার করা যাবে বিনামূল্যে। তবে তার জন্য পিসিতে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম থাকতে হবে।

এ সম্পর্কে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক বলেন, উইন্ডোজ ইলেভেন পরবর্তী প্রজন্মের একটি সূচনা। এর মাধ্যমে আমরা ব্যবহারকারীদের পূর্নাঙ্গ অভিজ্ঞতাকে নতুন করে সাজিয়েছি। নতুন কিছু তৈরি করা বা গেমিং করাসহ যেকোনো কিছুর মাধ্যমেই ব্যবহারকারীরা এটি উপভোগ করতে পারবেন। বাংলাদেশে উইন্ডোজ ১১ আনতে পেরে আমরা আনন্দিত।

সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতার ঝুলিতে নতুন মাত্রা যোগ করবে উইন্ডোজ ইলেভেন। নতুন স্টার্ট মেনু ও টাস্কবার থেকে শুরু করে শব্দ, ফন্ট এবং আইকন পর্যন্ত সব ফিচারে ব্যবহারকারী আরও আধুনিক অভিজ্ঞতা পাবেন। কেন্দ্রে থাকা স্টার্ট মেনুর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দের কনটেন্ট অথবা অ্যাপে যেতে পারবেন। ক্লাউড ও মাইক্রোসফট ৩৬৫ এর মাধ্যমে তারা একটু আগে কাজ করা ফাইল ‘রিসেন্ট ফাইলে’ দেখতে পারবেন। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়