×

জাতীয়

রেলস্টেশনের আগে নামাই কাল হলো জাবি কর্মকর্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ১০:৫৮ এএম

রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আশরাফুল আলম বাচ্চু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাউন্ট বিভাগের ডেপুটি কন্ট্রোলার হিসেবে চাকরি করতেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত আড়াইটায় তাকে মৃত ঘোষণা করন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, তার বাড়ি জামালপুর জেলায়। রাতে একটি ট্রেনে বোনকে সঙ্গে নিয়ে ঢাকায় আসে। ঢাকায় খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনটির গতি কমিয়ে দিলে ওই অবস্থাতেই তিনি ট্রেন থেকে নেমে পড়েন। নেমে লাইন পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মৃতদেহ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App