×

জাতীয়

বৈঠক ফলপ্রসূ হয়নি, পরিবহন ধর্মঘট চলবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০৪:১৪ পিএম

বৈঠক ফলপ্রসূ হয়নি।  পণ্য পরিবহন ধর্মঘট অব্যাহত থাকার ঘোষণা দিয়েছে ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।

রবিবার (৭ নভেম্বর) বিকেলে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়েছে। বিআরটিএ জানায় বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে বাসের ভাড়া নির্ধারণের বিষয়ে সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে বিআরটিএর  শুরু হয়।

বৈঠক শুরুর আগে পরিবহন নেতারা জানান, ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর বিষয়টি একেবারেই অযৌক্তিক। এতে পরিবহনের খরচ অনেক বেড়ে যাবে। মালিকদের লোকসান গুনতে হবে। বিপুল পরিমাণ লোকসান দিয়ে বাঁচানো সম্ভব না। এজন্যই আমরা বাসভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছি। তেলের দাম না বাড়ালে আমরা ভাড়া বাড়ানোর আবেদন করতাম না। আজকের বৈঠকে ভাড়া কত শতাংশ বাড়ানো হবে তা নিয়েই বিআরটিএর সঙ্গে আমাদের আলোচনা হবে। ভাড়া না বাড়ানো হলে বাস মালিকরা বাস চালাবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App