×

জাতীয়

বিআরটিএ’র প্রস্তাবে কোন বাসে কত ভাড়া পড়বে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০৫:০৫ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ানোয় পরিবহন মালিকদের দাবির মুখে সব ধরনের বাসের ভাড়া বাড়াতে সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। বিআরটিএ সড়ক পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে দূরপাল্লার বাসের ভাড়া ৫৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এছাড়া মহানগর এলাকায় বাস ভাড়া ৭০ পয়সা এবং মিনিবাস ভাড়া ৮০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে এই প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না। বিআরটিএ আজকের বৈঠকে ভাড়া বাড়ানোর প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয় পাঠাবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই ভাড়া চূড়ান্ত হবে। এজন্য দিন সময় লাগবে।

রোববার (৭ নভেম্বর) দুপুরে বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বিআরটিএ এর আলোচনার হয়। বৈঠকে পরিবহন মালিকরা দূরপাল্লার বাসের ভাড়া বর্তমানে এক টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা ৯পয়সা করার প্রস্তাব দেয়। এছাড়া মহানগর এলাকায় ২ টাকা ৪৯ পয়সা বাড়ানোর দাবি জানায়।

বিআরটিএ নতুন প্রস্তাবে দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, থেকে বাড়িয়ে ২ টাকা করার প্রস্তাব করে। এর ফলে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা বেশি দিতে হবে। দূরপাল্লার একজন যাত্রীকে প্রতি পাঁচ কিলোমিটারে ২ টাকা ৯০ পয়সা বেশি ভাড়া দিতে হবে।

মহানগরে বাসের ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব দেয়। এতে ৭০ পয়সা ভাড়া বাড়বে। এর ফলে একজন বাসযাত্রীকে পাঁচ কিলোমিটার ভ্রমণের জন্য বাড়তি ৩ টাকা ৫০ পয়সা দিতে হবে। এছাড়া মহানগর এলাকায় মিনিবাসের ভাড়া ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব হয়েছে। এতে কিলোমিটারে ভাড়া বাড়বে ৮০ পয়সা। মিনিবাসের ভাড়া পাঁচ কিলোমিটারে ৪ টাকা বাড়বে।

রোববার সকাল সাড়ে এগারটার দিকে বৈঠক শুরু হয়। রাস্তার যানজটের কারণে বৈঠকে উপস্থিত হওয়া পরিবহন নেতৃবৃন্দ এবং ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত কমিটির কর্মকর্তাদের বিআরটিএ কার্যালয়ে উপস্থিত দেরি হয়। এ কারণে সকাল ১১টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও তা আধঘন্টা পিছিয়ে সাড়ে ১১ টায় বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় সংলগ্ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক তালুকদার সোহেল, ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির ১২ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ কনজ্যুমার এসোসিয়েশন (ক্যাব) এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যদিকে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের নেতৃত্বে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত কমিটির কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ সভায় ভাড়া বাড়ানোর যুক্তিকতা তুলে ধরে বলেন, ডিজেলের মূল্য লিটার প্রতি এক লাফে ১৫ টাকা বাড়ানোর বিষয়টি একেবারেই অযৌক্তিক। এতে পরিবহনের খরচ অনেক বেড়ে যাবে। মালিকদের লোকসান গুনতে হবে। বিপুল পরিমাণ লোকসান দিয়ে সড়কে বাস চালানো সম্ভব না। এজন্যই আমরা বাসভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছি। তেলের দাম না বাড়ালে আমরা ভাড়া বাড়ানোর আবেদন করতাম না। জ্বালানি তেলের দাম যেহেতু বাড়ানো হয়েছে সেহেতু বাসের ভাড়াও বাড়াতে হবে। মোহাম্মদ ফারুক তালুকদার সোহেল বলেন, ২০১৩ সালে সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিলো। এরপর যানবাহন রক্ষণাবেক্ষণে খরচ বাড়লেও ভাড়া বাড়ানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App