×

জাতীয়

চতুর্থ দফায় তফসিল ১০ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০৮:৫২ পিএম

ব্যালট ছাপাতে ধীরগতি, কম ইউপির তফসিল দেবে ইসি

বিজি প্রেস এখনো আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফায় ৮৪৬টি ইউপির ব্যালট পেপার সরবরাহ বা ছাপাতে পারেনি। অথচ আর মাত্র ৩ টি দিন বাকি ভোটের, সেকারণে কিছুটা উদ্বিঘ্ন রয়েছে নির্বাচন কমিশন। আবার এর পরের দফায় (৩য়) ১ হাজার ৭ টি ইউপির নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। সে নির্বাচনের ব্যালট ছাপানো এখনো শুরুই করতে পারেনি বিজি প্রেস। সেকারণে দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপি মেয়াদউত্তীর্ণ হলেও ৭ শত থেকে ৮ শতের অধিক তফসিল দিতে পারছে না কমিশন বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেছেন, বেশী ইউপির তফসিল দিলে বিজি প্রেসের ওপর চাপ পড়ে যাচ্ছে। তারা সঠিক সময়ে তিন ধরনের ব্যালট পেপার সাপ্লাই দিতে হিমসিম খাচ্ছে। আপাতত আগামী ১১ নভেম্বও ৮৪৬টি ইউপির ব্যালট সরবরাহ সঠিক সময়ে করতে বিজি প্রেস রাত দিন কাজ করে যাচ্ছে। তাই ইসি ইচ্ছে থাকলেও আগামী ১০ নভেম্বর চতুর্থ দফায় ৭শ-৮শর বেশী ইউপির তফসিল দেয়া সম্ভব হবে না। কেননা ২য় দফায় ৮৪৬টি এবং তৃতীয় দফার ১হাজার ৭টি ইউপির ব্যালট ছাপানো বিজি প্রেসের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই চতুর্থ দফায় ১০ নভেম্বর কম ইউপির (৭০০-৮০০) তফসিল ঘোষণা করবে ইসি বলে জানান তিনি।

তবে বিজি প্রেসের তরফে বলা হয়েছে, তারা রাত দিন কাজ করে যাচ্ছেন, নিদ্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ আগামী ৯ নভেস্বরের মধ্যে এ ৮৪৬টি ইউপির চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের ব্যালট সরবরাহ করবে।

ইসি সূত্রে জানা গেছে, এবারে প্রতিটি ইউপি নির্বাচনে প্রচুর সংখ্যক চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের নারী সদস্যরা প্রার্থী হয়েছেন। যার ফলে প্রার্থী বেশী হওয়ায় ব্যালট ছাপানোও জটিল হয়ে পড়েছে। ব্যালট ছাপার চাপ কমাতে ইউপির নির্বাচনী ধাপ বাড়তে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App