×

সারাদেশ

শরীয়তপুরে হামলায় নৌকার প্রার্থী আহত, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১১:১৩ এএম

শরীয়তপুরে হামলায় নৌকার প্রার্থী আহত, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর

শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার সুবচনী বাজারে আওয়ামী লীগের অফিস হামলা চালায় দুর্বৃত্তরা।

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শিরাজ ঢালীর উপর হামলা ও আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। আহত শিরাজ ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাবিবুর রহমান ঢালীর লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ নৌকার প্রার্থীর ও সমর্থকদের। শুক্রবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের সুবচনী বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নৌকার প্রার্থী প্রচারণা শেষে অফিসে বসেছিল। হঠাৎ বিদ্রোহী প্রার্থী আনোরস প্রতীকের হাবিবুর রহমান ঢালীর লোকজন হামলা করে অফিস ভাঙচুর করে। এ সময় প্রার্থী সিরাজুল ইসলাম ঢালী গুরুতর আহত হন। তাকে প্রথমে সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় রেফার করা হয়েছে।

[caption id="attachment_316978" align="aligncenter" width="700"] শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার সুবচনী বাজারে আওয়ামী লীগের অফিস হামলা চালায় দুর্বৃত্তরা।[/caption]

হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর ছোট ভাই রুহুল আমিন বলেন, আমরা প্রচারণা শেষ করে নির্বাচনী অফিসে এসে বসেছিলাম। এ সময় বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালীসহ কয়েকশ লোক হামলা চালায়। নির্বাচনী অফিস ভাঙচুর করে। এতে সিরাজুল ইসলাম ঢালী আহত হন।

এ বিষয়ে জানতে  বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি হাবিবুর রহমান ঢালীকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি।

পালং থানার ওসি আকতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিত এখন শান্ত রয়েছে। এ ঘটনার সঙ্গে হাবিব ঢালীর দলের লোকজন জড়িত বলে জানা গেছে। এখনও কাউকে আটক করতে পারিনি পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App