×

জাতীয়

রপ্তানির শেষদিন ভারতে গেল ২৯ মেট্রিক টন ইলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:৪০ পিএম

শারদীয় দুর্গোৎসবের কারণে বাণিজ্য মন্ত্রণালয় দুদফায় ১১৫ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে চার হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। কিন্তু বাজারে ইলিশের ‘সংকট’ ও ‘মূল্যবৃদ্ধির’ কারণে সেটি পূরণ করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে শার্শা উপজেলার উর্ধ্বতন মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, ইলিশ রপ্তানির শেষদিন শুক্রবার ভারতে গেছে ২৯ মেট্রিক টন ইলিশ।

ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও দুর্গোৎসবে ভারতের বাঙালিদের এই মাছের স্বাদ দিতে বিশেষ বিবেচনায় ১১৫ প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেয় সরকার। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছিল ১০ ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App