×

আন্তর্জাতিক

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের শাস্তির ভয় দেখাল চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ০৯:২২ এএম

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের শাস্তির ভয় দেখাল চীন

চীনের প্রেসিডেন্ট শী জিনপিং

তাইওয়ানের যেসব নেতা দ্বীপটিকে চীনের সীমানা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছেন, তাদের ‘কঠোর শাস্তি’ দেওয়া হবে বলে মন্তব্য করেছে চীন। ইতোমধ্যে এ শাস্তির আওতায় পড়েছেন দেশটির তিন জন নেতা। তারা হলেন, তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চেং, পার্লামেন্টের ইউ শিয়ি কুন এবং পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উয়োউ।

চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স দপ্তরের মুখপাত্র ঝু ফেংলিয়ান শুক্রবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, এই তিন নেতার বিরুদ্ধে তাইওয়ান প্রণালীর দুই তীরে (চীনের ও তাইওয়ানের ভূখণ্ডে) উত্তেজনা উস্কে দেওয়া এবং তাইওয়ানকে চীনের সীমানা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত আছেন। খবর আল জাজিরা ও হিন্দুস্তান টাইমসের।

তিনি বিবৃতিতে আরও বলেন, এ ‘অপরাধের’ শাস্তি হিসেবে তিন নেতা ও তাদের পরিবারের সদস্যদের চীন, হংকং ও ম্যাকাও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের তালিকা তৈরি করছে বেইজিংয়ের দপ্তর এবং তালিকায় অন্তর্ভুক্ত সব নেতার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App