×

জাতীয়

এএসপি আনিসুল হত্যা মামলার আসামির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:৩১ এএম

এএসপি আনিসুল হত্যা মামলার আসামির মৃত্যু

এএসপি আনিসুল করিম (ইনসেটে) । ফাইল ছবি

আদাবরের মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ (৩২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যার অভিযোগে হওয়া মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি। শুক্রবার (৫ নভেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, এএসপি আনিসুল করিম গত বছরের ৯ নভেম্বর সকালে আদাবরের মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে মারা যান। ঘটনার পর পুলিশ জানায়, হাসপাতালের কর্মচারীদের পিটুনিতে আনিসুল মারা যান। তার মৃত্যু অনাকাঙ্খিত নয়, এটি হত্যাকাণ্ড। এরপর এ ঘটনায় আদাবর থানায় হত্যা মামলা হলে নিয়াজ মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। তার হাজতি নাম্বার ৪০৬৫৭/২১। বাবার নাম মজিবর রহমান। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, পুলিশ কর্মকর্তার হত্যা মামলায় নিয়াজ মোর্শেদ হাজতি হিসাবে কারাগারে ছিল। সে প্যারালাইসিস রোগী ছিল। শুক্রবার অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App