×

খেলা

ইংল্যান্ডকে ১৯০ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ০৯:৫০ পিএম

ইংল্যান্ডকে ১৯০ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার শারজায় ইংল্যান্ডের বিপক্ষে ২৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

শনিবার দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। তবে সুযোগ একেবারে হাতছাড়া হয়ে যায়নি দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডকে হারাতে পারলে শেষ চারে যাবে তারাও। তবে তাদেরকে জিততে হবে বড় ব্যবধানে। কারণ তিন দলের সমান ৮ পয়েন্ট হলেও নিট রান রেটে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। সে কথা মাথা রেখেই শনিবার রাতে শারজায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে তান্ডব চালান প্রোটিয়া ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ইংলিশ বোলারদের মধ্য মইল আলী ও আদিল রশিদ ১টি করে উইকেট তুলে নেন। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ১৯০ রান।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। দলের সংগ্রহে ১৫ রান হতেই মঈন আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার রিজা হেন্ড্রিকস। তিনি ৮ বলে খেলে মাত্র ২ রান করেন। দ্বিতীয় উইকেটে নেমে রাসি ভ্যান ডার ড্যাসেন আরেক ওপেনার কুইন্টন ডি ককের সঙ্গে জুটি গড়ে তোলেন। দুই জনে মিলে প্রথমে ধরে খেললে, পরে মারমুখী ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। তাদের ৭১ রানের জুটি ভাঙে ইনিংসের ১১.২ ওভারে। ইংলিশদের দ্বিতীয় সাফল্য এনে দেন লেগ স্পিনার আদিল রশিদ। ডি কক ২৭ বলে ৪ চারের মারে ৩৪ রান করে বাউন্ডারিতে তুলে মারতে গিয়ে লং অনে জেসন রয়ের তালুবন্দি হন। তবে তার বিদায়ে ম্যাচের গতিপথের কোনো সমস্যা হয়নি। ড্যাসেন ও এইডেন মারকারাম বরং হাত খুলেই তান্ডব চালাতে থাকেন।

১৩তম ওভারে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১০০ রানের ঘরে। চার ছয়ে ইংলিশ বোলারদের ব্যস্ত রেখে ফিফটি তুলে নেন ব্যান ডার ড্যাসেন। সেমিতে যেতে হলে বড় ব্যবধানে যেতে হবে, সে কথা মাথায় রেখেই ফিফটির পর আরো বিধ্বংসী হয়ে ওঠেন ডাসেন। অপরপ্রান্তে তান্ডব চালাতে থাকেন মারকারামও। ইনিংসের ১৬তম ওভারে দুই ব্যাটসম্যান মিলে ক্রিস ওকসকে ৩টি ছক্কা হাঁকান। ইংলিশ অধিনায়ক মরগান একের পর এক বোলারের হাতে বল তুলে দিয়েও সাফল্যের দেখা পাচ্ছিলেন না। আগের ওভারে ২১ রান খরচার পর ১৭তম ওভারে মার্ক উড এসে দেন ১১ রান। তাতে ১৫০ জমা পড়ে প্রোটিয়াদের স্কোরবোর্ডে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App