বিয়ের পর স্ত্রীকে মেকআপবিহীন অবস্থায় দেখে বার বার তালাক চাইছেন মিশরীয় এক স্বামী। তিনি বলছেন, স্ত্রীকে মেকআপ ছাড়া দেখার পর থেকে তার সঙ্গে সংসার করার ইচ্ছা উঠে গেছে। সে কারণে তিনি তালাক চাইছেন।
তিনি বলেন, প্রথম যখন স্ত্রীকে মেকআপ ছাড়া দেখি তখন আমার জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। রাগে ও দুঃখে আমি তার কাছে তালাক চাই। বিষয়টি পারিবারিক আদালতে বিচারধীন রয়েছে। খবর অডিটিসেন্ট্রালের।
মিশরীয় সংবাদমাধ্যমগুলোয় বলা হয়েছে, স্ত্রীর অনাকর্ষণীয় চেহারা দেখে ওই স্বামী বার বার তালাক চাইছেন। এমনকী বিয়ের এক মাস অতিবাহিত হওয়ার পর তিনি নিজেই তালাক দেওয়ার ব্যাপারে ভাবছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।